E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ

২০১৫ জুন ২৩ ১৭:১১:৩৪
মাগুরায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ

মাগুরা প্রতিনিধি : কৃষিতে যান্ত্রিকীকরণ উৎসাহিত করতে সরকার কৃষকদের কলের লাঙল (পাওয়ার টিলার) কিনতে দামের ২৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে। এ কর্মসূচীর আওতায় সোমবার সকালে মাগুরার চারটি উপজেলায় দুই দফায় ১৬০টি কলের লাঙল (পাওয়ার টিলার) বিতরণ কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগের মাগুরা উপপরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পে মাগুরা জেলার চার উপজেলায় দুই দফায় ১৬০টি পাওয়ার টিলার ক্রয়ে ভর্তুকি দেওয়া হয়েছে। প্রথম দফায় ১০টি করে ৪০টি বিতরণ করা হয়। দ্বিতীয় দফায় সদরে ২৫, মহম্মদপুরে ৩০, শ্রীপুরে ৩৮ ও শালিখা উপজেলায় ২৭ টি করে ১২০টি পাওয়ার টিলার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, এই পাওয়ার টিলার ক্রয়ে কৃষক মোট মূল্যের ২৫ শতাংশ ভর্তুকি পাবেন। মাগুরার চারটি উপজেলায় প্রথম পর্যায়ে ১০টি করে এই ৪০টি বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফায় ১২০টি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসের দিকে কৃষকদের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয়। মার্চ মাসে পাওয়ার টিলার ক্রয়ে ভর্তুকি দেওয়া হয়। প্রতিটি পাওয়ার টিলারের জন্য কৃষক ভর্তুকি হিসেবে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন। প্রথম দফার ৪০টির ভর্তুকি দেওয়া শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১২০টি বরাদ্দ এসেছে, যা বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নে কলের লাঙলের বিষয়ে প্রচারণা চালানোর পর প্রকৃত কৃষকেরা ওই যন্ত্র কেনায় ভর্তুকির জন্য আবেদন করেন। কৃষি বিভাগ ওই আবেদন যাচাই-বাছাই করে প্রকৃত কৃষককে ভর্তুকির টাকা দেয়।’
(ডিসি/পিবি/জুন ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test