E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে নারীবান্ধব বাজেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০১৫ জুন ২৩ ২০:৩৬:৪১
তাড়াশে নারীবান্ধব বাজেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশে নারী ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে নারীবান্ধব ইউনিয়ন পরিকল্পনা ও বাজেট বিষয়ক দিনব্যাপী কর্মশালায় মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নবাগত উপ-সচিব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, মোক্তার হোসেন, আবু সাঈদ মহরী, নজরুল ইসলাম বাচ্চু, খন্দকার আব্দুস সামাদ মাস্টার, আবু সাঈদ খন্দকার, সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, মৎস্য অফিসার বরুন কুমার মন্ডল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, উপজেলা মহিলা সংরক্ষিত আসনের নব-নির্বাচিত মহিলা প্রতিনিধি বিলকিস পারভীন, মমতাজ মহল, শিউলী পারভীন, ইউপি সদস্য সুফিয়া সুলতানা, রুপালী খাতুন প্রমুখ।

সভায় বক্তাগন বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী বান্ধব স্থানীয় সরকার গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যে সকল দেশে নারী পুরুষের সমান অধিকার ভোগ করে সেই সকল দেশে নারী ক্ষমতায়ন বেশি এবং তারা বেশি উন্নত।

বক্তাগণ নারীর প্রতি সহিংসতা রোধ থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীকে সমঅধিকার দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

(এমএমএইচ/পিএস/জুন ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test