E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

২০১৫ জুন ২৩ ২১:৩৪:১৫
গৌরীপুরে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শিবিরের আস্তানা থেকে উদ্ধারকৃত ২টি শক্তিশালী বোমা মঙ্গলবার নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল।

স্টেডিয়ামের মাঝখানে বাংকারে পুতে নিষ্ক্রিয় করার সময়ও বোমা বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠে।

গৌরীপুর থানা সূত্র জানায়, জামাত-শিবিরের লোকজন নাশকতার উদ্দেশ্যে একত্রিত হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর আফসার আহাম্মেদ, এএসআই হাবিবুর রহমান, হারুনুর রশীদসহ একদল পুলিশ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া সাহারা স্পিনিং মিলের সন্নিকটে ছাত্র শিবিরের আস্তানা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ ১৮ জনকে গ্রেফতার ও ২টি ককটেল বোমা উদ্ধারসহ জিহাদী বই উদ্ধার করে।

গৌরীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মুরশেদুল আলম খান জানান, উদ্ধারকৃত বোমা পানি ভর্তি বালতিতে থানা হেফাজতে ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ সেলিম আহাম্মেদ জানান, বিজ্ঞ বিচারক উদ্ধারকৃত বোমাটি পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয়করণের আদেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন ফাহমিদা সিদ্দিকীর নেতৃত্বে ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ বোমা বিশেষজ্ঞ দল পৌর শহরের পূর্বদাপুনিয়া স্টেডিয়ামে ১২টা ৫১ মিনিটে বোমাটি নিষ্ক্রিয় করে। মাটির নিচে বাংকার করে বিস্ফোরণের সময়ও চারপাশ কেঁপে উঠে।

ক্যাপ্টেন ফাহমিদা সিদ্দিকী জানান, বোমাটিতে বিস্ফোরকদ্রব্য থাকায় তা নিষ্ক্রিয় করা হয়েছে। গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, সরকারবিরোধী নাশকতামূলক কাজের পরিকল্পনার সময়ই বোমা উদ্ধার সম্ভব হওয়ায় জানমাল রক্ষা পেয়েছে।

(এসআইএম/পিএস/জুন ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test