E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী দেড় মাস ধরে জমি-জমা রেজিষ্ট্রি বন্ধ

২০১৫ জুন ২৪ ১৯:৩৩:২১
ঈশ্বরদী দেড় মাস ধরে জমি-জমা রেজিষ্ট্রি বন্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে আসা নতুন সাব-রেজিষ্টার কার্যদিবসের প্রথম দিন গতকাল বুধবার ধর্মঘটী দলিল লেখকদের তোপের মুখে পড়েন।

ঈশ্বরদী রেজিষ্ট্রী অফিসে নতুন চার দলিল লেখকের লাইসেন্স প্রদানের আদেশ বাতিল ও স্থায়ী সাব-রেজিষ্টার নিয়োগের দাবিতে বিক্ষুদ্ধ দলিল লেখকরা এসময় সাব-রেজিষ্টারকে অফিসে প্রবেশ করতে না দিয়ে তাকে অফিসের বারান্দার নিচে ঘেরাও করে রাখে।

এদিকে দীর্ঘ প্রায় দেড় মাস দলিল লেখকদের ধর্মঘটের কারণে ঈশ্বরদীতে জমি-জমা রেজিষ্ট্রি বন্ধ রয়েছে। প্রতিদিনই মানুষ দূর-দূরান্ত হতে এসে ফিরে যাচ্ছে। পাশাপাশি সরকার এখান হতে জমি রেজিষ্ট্রি খাতে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব প্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছে।

পাবনার ভাঙ্গুরার সাব-রেজিষ্টারকে ঈশ্বরদীতে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়োগের খবর শুনে গতকাল বুধবার ঈশ্বরদী দলিল-লেখক ও সহকারিরা সাব-রেজিষ্টার কার্যালয়ের সামনে ব্যরিকেড তৈরী করে। সকাল ১০টার দিকে সাব-রেজিষ্টার হিসেবে নাজমুল হাসান ঈশ্বরদীতে দায়িত্ব পালনের জন্য এলে দলিল-লেখকরা অফিসে প্রবেশ পথের সামনে বেঞ্চ ফেলে রেখে কর্মকর্তা-কর্মচারিদের অফিসে ঢুকতে বাধা দেন। এ সময় সাব-রেজিষ্টারকে অফিসে ঢুকতে না দিয়ে বারান্দার নিচে প্রায় ২০ মিনিট ঘেরাও করে রাখা হয়। দলিল লেখকরা সাব-রেজিষ্টারের কাছে আইজিআর নির্দেশিত ঈশ্বরদীর নতুন চারটি লাইসেন্স প্রদানের আদেশ বাতিল ও স্থায়ী সাব-রেজিষ্টার নিয়োগসহ বিভিন্ন দাবি জানান।

দলিল লেখকরা এসময় বলেন, এমনিতেই এই অফিসে ২৩ জনের স্থলে ৫১ জন কর্মরত আছে। তদুপরি নতুন করে চারজনকে নিয়োগদান তাদের আর্থিক কষ্ট আরো বাড়াবে। যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এবং এখানে কোন দলিল রেজিষ্ট্রি হবে না। গত ৭ই মে হতে এখানে দলিল লেখকদের কর্মবিরতি শুরু হয়েছে। আর খন্ডকালীন সাব রেজিষ্টার আবদুল্লা আল মামুন ২ শে মে বদলী হওয়ার পর আরো বেশী অচলবস্থার সৃষি হয়েছে বলে জানা গেছে।

অফিসে ঢুকতে না পেরে সাব-রেজিষ্টার সেখান থেকে ইউএনও এর কার্যালয়ে যান। এসময় উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, ভাইস চেয়ারম্যান মাহজেবীন শিরীণ পিয়া, ইউএনও রফিকুল ইসলাম সেলিম এবং দলিল লেখকদের সাথে একটি বৈঠক। বৈঠক শেষে চেয়ারম্যান এবং ইউএনও’র হস্তক্ষেপে সাব-রেজিষ্টার দুপুর দেড়টার দিকে অফিসে প্রবেশ করেন। এসময় বাধা না দিলেও জমির দলিল রেজিষ্ট্রি করা যাবে না বলে দলিল তাকে জানিয়ে দেন। বিকেল পর্যন্ত অবস্থান করেও তিনি কোন জমি রেজিষ্ট্রি করতে পারেননি।

সাব-রেজিষ্টার নাজমুল হাসান জানান, জেলা রেজিষ্টারের ৯৪২(৬) নং স্মারকের টেলিফোানিক নির্দেশে সপ্তাহে একদিন অতিরিক্ত দায়িত্ব পালন করতে এসে প্রথমে বাঁধার সম্মুখীন হই। পরে কাজ শুরু করলেও ধর্মঘটের কারণে দলিল রেজিষ্ট্রি হয়নি।

ইউএনও রফিকুল ইসলাম জানান, আগামী সপ্তাহ থেকে নিয়মিত দলিল নিবন্ধন হতে পারে। তিনি আরো বলেন, জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপজেলায় দীর্ঘ ৬ বছর ধরে নিয়মিত সাব রেজিষ্টার নেই। বিগত সময়গুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সপ্তাহে ১/২ দিন জমি রেজিষ্ট্রি হয়েছে। অথচ এই রেজিষ্ট্রি অফিস হতে জেলার সর্বাধিক পরিমাণ রাজস্ব আয় অর্জিত হলেও এখানে নিয়মিত সাব রেজিষ্টার কেন নিয়োগ দেয়া হয় না তা ইউএনও’র বোধগম্য নয় বলে জানিয়েছেন।



(এসকেপি/এসসি/জানু২৪,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test