E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

২০১৫ জুন ২৫ ১৩:২৬:৩৮
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সিন্ধুরা ও শালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, হাজী রশিদ মিয়া (৫৮), আলফাজ মিয়া (৫৫), তানিয়া (২০), নুসরাত জাহান মাওয়া (০৩), নুরুল ইসলাম (৪৮) ও শফিক (২৫)। বাকিদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি পাগলা কুকুর সদর উপজেলার সিন্ধুরা ও শালগাঁও গ্রামের অন্তত ২০ জনকে কামড় দেয়। পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর পাগলা কুকুরটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজহারুর রহমান জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতরা হাপাতালের পর্যক্ষেণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

(ওএস/পিবি/জুন ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test