E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কটিয়াদীতে ওসির বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন বাদী

২০১৫ জুন ২৫ ১৬:০৫:৪৮
কটিয়াদীতে ওসির বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন বাদী

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ওসির বিরুদ্ধে ঘুষের মামলা করে হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা আশরাফ ফরাজি। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন।

আশরাফ ফরাজি বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ বিষয়ে লিখিতভাবে জানিয়ে এর প্রতিকার দাবি করেন। তিনি জানান, সম্প্রতি তিনি কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৯ শতাংশ জায়গা ক্রয় করার সময় কটিয়াদী পৌর মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন খান দিলীপ অর্ধেক শেয়ার দাবি করলে তিনি তা অগ্রাহ্য করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৮ জুন রাতে ওসির কথা বলে কটিয়াদী থানার এসআই আহসান হাবিব তাকে থানায় ডেকে নিয়ে যান। এ সময় ওসি ও এসআই হাবিব বিভিন্নভাবে ভয়ভীতি দেখান ও গালিগালাজ করেন। এ খবর পেয়ে তার ভাই রফিকসহ পরিবারের লোকজন থানায় গেলে এসআই হাবিব পাঁচ লক্ষ টাকা দাবি করেন। অন্যথায় মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দেন। এ অবস্থায় রাতেই তার ভাই রফিক দুই লক্ষ টাকা এনে পুলিশকে দেন। বাকি তিন লক্ষ টাকা দেওয়ার এবং ক্রয়কৃত জায়গায় পৌর মেয়রকে শেয়ার রাখার শর্তে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পাওয়ার পরদিন তিনি এ বিষয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এ খবরে প্রতিপক্ষরা তার বাসার সামনে থেকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। কৌশলে তিনি পালিয়ে আসতে সক্ষম হন। পরে তিনি কিশোরগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া, এসআই আহসান হাবিব ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপকে।
মামলা করার পর থেকে তাকে মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এ অবস্থায় তিনি বাড়ি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে অভিযুক্ত ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি পৌর মেয়রের সাথে দ্বন্দ্বে তাকেও জড়ানো হচ্ছে দাবি করে বলেন, বিষয়টি মীমাংসা হওয়ার পরও কেন অভিযোগ দিয়েছেন, সেটা তার বোধগম্য হচ্ছে না।
(পিকেএস/পিবি/জুন ২৫,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test