E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীবরদীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

২০১৫ জুন ২৫ ১৬:৩৬:২২
শ্রীবরদীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার চকবন্দি গ্রামে নানার বাড়ী বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর সলিল সমাধি ঘটেছে। নিহতরা হলো উপজেলার চিনেরচর গ্রামের আব্বাছ আলীর ছেলে মুসলিম মিয়া (৭) ও চাংপাড়া গ্রামের আক্কাছ আলীর মেয়ে আছিয়া বেগম (৫)। নিহত শিশুরা পরষ্পর খালাতো ভাইবোন। পানিতে ডুবার সাড়ে ১০ ঘন্টা পর ঢাকা থেকে আসা দমকল বিভাগের ডুবুরি দল পুকুরের তলদেশ থেকে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশ, দমকল বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদীর চকবন্দি গ্রামের মোতালেব মিয়ার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে তার মেয়ের ঘরের নাতি মুসলিম মিয়া ও নাতনী আছিয়া বেগম। ২৪ জুন বুধবার দুপুর ১২ টার দিকে মোতালেব মিয়া গরু গোসল কারানোর জন্যে বাড়ির পাশে পুকুরে নিয়ে যান। এসময় তার ওই দুই নাতি-নাতনিও তার সাথে যায়। দুই নাতি-নাতনীতে পুকুর পাড়ে বসিয়ে রেখে তিনি গরু নিয়ে পুকুরে নামেন। একপর্যায়ে তার অজান্তে ওই দুই শিশুও পুকুরে নামলে পানিতে ডুবে যায়। পুকুরের পানিতে অনেক খোঁজাখুজি করেও ওই দুই শিশুর কোন সন্ধান মেলেনি। পরে ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন এসে পুকুরের পানিতে তাদের লাশ খোঁজে না পেয়ে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে শেরপুর জেলা সদর থেকে দমকল বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুকুরে অনুসন্ধান চালায়। কিন্তু পুকুরের গভীরতা বেশী হওয়ায় তারাও কোন কূলকিনারা করতে না পেরে সংবাদ দেওয়া হয় ঢাকায় দমকল বিভাগের ডুবুরি দলকে। এ ঘটনায় দিনভর ওই পুকুর পাড়ে ছিল মানুষের ঢল। পরে রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে আসা দমকল বিভাগের ডুবুরিদল পুকুরে একঘন্টা অনুসন্ধান চালিয়ে তলদেশ থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে। এসময় দেখা যায় নিহত শিশু দুটি গলা জড়াজড়ি করে ধরে থাকা অবস্থায় ছিল।
এ ব্যাপারে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, পুকুরের গভীরতা বেশি হওয়ায় শিশু দু’টিকে অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। পরে রাত সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক ঘন্টা চেষ্টার পর পুকুরের তলদেশ থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করা সম্ভব হয়।
(এইচবি/পিবি/জুন ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test