E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে ভারতীয় পান আমদানী বন্ধের দাবিতে বিক্ষোভ

২০১৫ জুন ২৫ ১৭:০৫:৩৩
গৌরনদীতে ভারতীয় পান আমদানী বন্ধের দাবিতে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি : ভারত থেকে এলসির মাধ্যমে পান আমদানীর প্রতিবাদে ও আমদানী বন্ধের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার পান চাষিদের আন্দোলন  জোরদার হচ্ছে।  গত তিন সপ্তাহ ধরে বিক্ষুব্ধ পান চাষিরা উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে।

বিক্ষুব্ধ পান চাষিরা জানান, গত ৫ মাস আগেও পানের সবচেয়ে বড় বাজার ঢাকাসহ কুমিল্লা ফেনী, সিলেটে, ভাঙ্গা, টেকেরহাট চালান যেত দক্ষিণ অঞ্চল থেকে। কিন্তু গত ৩ মাস ধরে এসব বাজারে আসতে শুরু করছে ভারতীয় পান। নিম্নমানের এ পান তুলনামূলক ভাবে কম দাম হওয়ায় পাইকাররা কিনছে আগ্রহ সহকারে। ফলে কমে যাচ্ছে এ অঞ্চলের দেশীয় পানের কদর। দেশের বিভিন্ন পানের আড়তে ৩ মাস আগেও মাঝারি আকারের এক বিড়া (৭২টি) পানের দাম ছিল ৫০ টাকা। কিন্তু বাজারে ভারতীয় পান আসায় তা কমে এখন ১৫-২০ টাকায় পৌঁচেছে। ভারত থেকে পান আমদানীর কারণে তাদের সস্তায় পান বিক্রি করতে হচ্ছে। ফলে এলাকার বহু পানচাষী ইতিমধ্যে পথে বসেছেন। পান চাষি বদরুজ্জামান খান সবুজ, ক্ষিতীষ সমদ্দার, ফিরোজ হাওলাদার, অর্জুন দত্ত জানান, ধান-পাটের পর বরিশালের গৌরনদী ও পাশ্ববর্তি আগৈলঝাড়া, উজিরপুর, কালকিনি, বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকাসহ দেশের দক্ষিনাঞ্চলের অন্যতম অর্থকরি ফসল হল পান। এ পান চাষের ওপর নির্ভর করছে এ অঞ্চলের আড়াই লক্ষাধিক মানুয়ের জীবন জীবিকা। সরকার এলসির মাধ্যমে ভারত থেকে পান আমদানির সুযোগ করে দেয়ায় বাজার হারিয়ে পথে বসতে চলেছে এ অঞ্চলের অর্ধলক্ষাধিক পানচাষী পরিবার। সরকারের এ আত্মঘাতী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ও নিজেদের জীবন জীবিকা সচল রাখার তাগিদে পান আমদানী বন্ধের দাবিতে রাজপথে মিছিল, সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বরিশালের গৌরনদী উপজেলার তিন সহস্রাধিক পান চাষি। তাদের এ আন্দোলনকে যৌক্তিক ও ন্যায় সংগত বলে দাবি করছেন এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। গত তিন সপ্তাহ ধরে গৌরনদী উপজেলার গৌরনদী, টরকী, বাটাজোর ও মাহিলাড়া বাসস্ট্যান্ডে স্থানীয় পানচাষিরা বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসব মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে চাষীরা ভারতীয় পান আমদানীর তীব্র প্রতিবাদ জানান এবং পান চাষিদের জীবন জীবিকা সচল রাখতে সরকারকে তাদের প্রতি দরদী হওয়ার আহব্বান জানান।
(টিবি/পিবি/জুন ২৫,২০১৫)



পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test