E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুলনায় ডাচ্‌ বাংলা ব্যাংকের বুথে ডাকাতির চেষ্টাকালে আটক ৩

২০১৫ জুন ২৬ ১৩:১৭:২৮
খুলনায় ডাচ্‌ বাংলা ব্যাংকের বুথে ডাকাতির চেষ্টাকালে আটক ৩

খুলনা প্রতিনিধি : খুলনায় ডাচ্‌ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ডাকাতির চেষ্টাকালে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, আল আমিন (৩০), মোহন মন্ডল (৩৫) ও আব্দুস সবুর (৪৫)।

শুক্রবার সকাল ১১টায় খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র রয়েল মোড়ের ডাচ্‌ বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করতে গেলে সিকিউরিটি গার্ডের বুদ্ধিমত্তায় ধরা পড়ে ডাকাতদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রুপ ফোরের (জি-৪ এস) সদস্য পরিচয় দিয়ে ওই তিনজন কাজ করার কথা বলে এটিএম বুথে ঢোকে। এরপর সিকিউরিটি গার্ড রবিউল ইসলামকে শার্টার টানতে বলে। রবিউলের সন্দেহ হওয়ায় সে তাদের কাছে পরিচয়পত্র দেখতে চায়। তারা পরিচয়পত্র না দেখিয়ে রবিউলকে মারধর করে এবং শার্টার টেনে দেয়।

এক পর্যায়ে রবিউলের চেঁচামেচি টের পেয়ে আশপাশের লোকজন এসে তাদের হাতে-নাতে ধরে ফেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল জব্দ করা হয়।

ওই এটিএম বুথের সিকিউরিটি গার্ড (এলিট ফোর্সের) রবিউল ইসলাম জানান, তারা তিনজন বুথে ঢোকর পরই আমার সন্দেহ হয়। আমি তাদের কাছে পরিচয়পত্র চাইলে তারা বলে, আমাদের চিনিস না? তোর চাকরি করার অধিকার নেই, বলে শার্টার টেনে আমাকে মারধর করে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, আটককৃতরা ডাকাতির উদ্দেশে এসেছিলো। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

(ওএস/এএস/জুন ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test