E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা-বরিশাল নৌরুট

ঈদ সার্ভিসের লঞ্চের কেবিন বুকিং শুরু ৩০ জুন

২০১৫ জুন ২৬ ১৭:৪৯:৫৫
ঈদ সার্ভিসের লঞ্চের কেবিন বুকিং শুরু ৩০ জুন

বরিশাল প্রতিনিধি : ঈদে লঞ্চে প্রথম শ্রেণির কেবিন প্রত্যাশী যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-বরিশাল নৌরুটে আবেদন পদ্ধতি চালু করেছে লঞ্চ কর্তৃপক্ষ। এবার ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে বরিশালে লঞ্চের কাউন্টার, ঢাকা নৌবন্দরে নোটিশ টানানো হয়েছে।

সূত্রমতে, নোটিশে কবে নাগাদ আগাম টিকিট বিক্রি শুরু হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ২০ রমজান থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রির কথা জানিয়েছেন লঞ্চ মালিকরা। বাংলাদেশ যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, প্রতিবছর ঈদ-উল ফিতর ও আজহার সময় কেবিনের চাপ বেশি থাকে। তাই যাত্রীদের সুবিধা ও কালোবাজারীদের দৌরাত্ম এড়াতে গত বছর থেকে আবেদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ১৫ রমজান লঞ্চের বিশেষ সার্ভিস নিয়ে মালিকদের সাথে বৈঠকের আয়োজন করা হয়েছে। ২০ রমজানের মধ্যে আগাম টিকিট বিক্রিরও চিন্তাভাবনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। সুরভী নেভিগেশনের পরিচালক রেজীন উল কবির জানান, ঈদের জন্য নিয়মিত ও বিশেষ সার্ভিসের লঞ্চের প্রথম শ্রেণির কেবিনের জন্য ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের মধ্যে লটারীর মাধ্যমে কেবিন বরাদ্দ দেওয়া হবে। সালমা শিপিং লাইন্সের চেয়ারম্যান কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান যাত্রীদের চাঁপ ও দুর্ভোগ এড়াতে পরামর্শ দিয়ে বলেন, যারা ঢাকায় চাকরি বা ব্যবসার কাজে ব্যস্ত থাকেন তারা ঈদের ২/১ দিন আগে ফিরতে বাধ্য হলেও পরিবারের সদস্যদের আগে পাঠিয়ে দিলে দুর্ভোগ অনেক কম হবে। কারণ রমজানের মাঝামাঝি সময়ে লঞ্চগুলো বলতে গেলে ফাঁকাই যাতায়াত করে। এ সুযোগটি গ্রহণ করলে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ অনেক কম হবে।

বিআইডব্লিউটিসি’র উপ-পরিচালক গোপাল কৃষ্ণ মজুমদার জানান, তাদের জাহাজগুলো নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামত করে ত্রুটিমুক্ত করা হয়েছে। সংস্থার স্টিমার সার্ভিসে এবার এমভি মধুমতি যুক্ত হবে এবং তারা প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা, বরিশাল, চাঁদপুর, মোড়েলগঞ্জ রুটে জাহাজের স্পেশাল সার্ভিসের বাইরে অভ্যন্তরীণ রুটগুলোতে সী-ট্রাকের মাধ্যমে স্পেশাল সার্ভিসে যাত্রী পরিবহন করবেন। একইসাথে সংস্থার ফেরিগুলো অতিরিক্ত ট্রিপ দেবে।

(টিবি/পি/জুন ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test