E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাঘাবাড়ির শীর্ষ সন্ত্রাসী উজ্জল গ্রেফতার

২০১৫ জুন ২৭ ১৭:৪৫:৫০
বাঘাবাড়ির শীর্ষ সন্ত্রাসী উজ্জল গ্রেফতার

শাহজাদপুর  প্রতিনিধি :অবশেষে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও উজ্জল বাহিনীর প্রধান  উজ্জল (৩০) কে শনিবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করায় বাঘাবাড়ি সহ আশপাশ এলাকার ১০টি গ্রামে স্বস্তি ফিরে এসেছে।

উজ্জলকে গ্রেফতারের খবর ছয়ে পড়লে বাঘাবাড়ি গ্রামবাসী উল্লাসে ফেটে পড়ে। এ সময় তারা নেচে গেয়ে আনন্দ মিছিল করে।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই জানান, উজ্জলের বিরুদ্ধে শাহজাদপুর, বেড়া ও সাথিয়া থানায় চাঁদাবাজী, ছিনতাই, ডাকাতি, মাদক বিক্রি, হত্যা, লুটপাট, ভাংচুর, পুলিশকে মারপিট সহ ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে শাহজাদপুর থানায় ৬টি মামলা রয়েছে। মামলা গুলির মধ্যে মিল্কভিটার পশু চিকিৎসক আবুল কালাম আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা, শাহজাদপুর থানার এস আই রেজাউল করিমকে মারপিট ও অস্ত্র ছিনতাই, চাঁদা না পেয়ে বাঘাবাড়ি বাজারের জোয়ারদার ফার্মেসিতে ভাংচুর লুটপাট, সিকদার গোষ্ঠির উপরে হামলা চালিয়ে অর্ধ শতাধিক ব্যাক্তিকে পিটিয়ে আহত করার মামলা রয়েছে।

অপর দিকে উজ্জল বাহিনীর অব্যাহত হত্যার হুমকির ভয়ে বাঘাবাড়ি মিল্কভিটার পশু চিকিৎসক আবুল কালাম আজাদ সহ ৪ পরিবারের প্রায় ২৫ জন নারী পুরুষ ও শিশু ৫দিন ধরে নিজ বাড়িতে বন্দি হয়ে পড়ে। এতে এ ৪ পরিবারের ছেলে-মেয়েদের স্কুল কলেজ ও হাটবাজারে যাওয়া বন্ধ হয়ে যায়।

মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় সোমবার রাতে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটার পশু চিকিৎসক আবুল কালাম আজাদকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বাঘাবাড়ি পশ্চিম পাড়া গ্রামের মাদক ব্যাবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী উজ্জল মোল্লা (৩০) সহ ৫ সন্ত্রাসীর বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। এ মামলা দায়েরের পর থেকে সন্ত্রাসীরা পশু চিকিৎসক আবুল কালাম আজাদের পরিবারের সবাইকে হত্যার হুমকি দিতে থাকে। এতে পরিবারটি প্রাণ ভয়ে বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়। ফলে তারা নিজ বাড়িতে বন্দি জীবন যাপন করতে থাকে। এ সংক্রান্ত একটি নিউজ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে পুলিশ প্রশাসনের ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে পুলিশের একাধিক টিম মাঠে নেমে শীর্ষ সন্ত্রাসী উজ্জলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে গ্রেফতারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

(এআরপি/এসসি/জুন২৭,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test