E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানব পাচারের শিকার ১০ ব্যক্তিকে পুনর্বাসন সহায়তা প্রদান

২০১৫ জুন ২৮ ১৬:০৪:০২
মানব পাচারের শিকার ১০ ব্যক্তিকে পুনর্বাসন সহায়তা প্রদান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ থেকে সমুদ্র পথের থাইল্যান্ড এবং মালয়েশিয়া যাওয়ার পর সর্বস্ব হারিয়ে দেশে ফেরতগামী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার মানব পাচারের শিকার ১০জন ব্যক্তিকে বিভিন্ন উপকরণের মাধ্যমে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর অর্থায়নে রিলিফ ইন্টারন্যাশনালের সহযোগিতায় তাড়াশের পরিবর্তন সংস্থাকর্তৃক বাস্তবায়নাধীন মানব পাচারের শিকার ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ওই সহায়তা প্রদান করা হয়।

রবিবার জেলার বেলকুচি উপজেলার চরগোপালপুর গ্রামের মোঃ আব্দুল মমিন (২৭) তালুকদার মেটোয়ানি গ্রামের মোঃ মিন্টু মিঞা (২৬) মোঃ মজিবর রহমান (৩০) মোঃ লেবু মিঞা (৪০) লক্ষীপুর গ্রামের মোঃ বারিক (৩৬) পারসগুনা গ্রামের মোঃ মোতালেব হোসেন (৩০) শাহ্জাদপুর উপজেলার কুটি সাতবারিয়া গ্রামের মোঃ নবি হোসেন (২৪) খুকনী ঝাউপাড়া গ্রামের মোঃ আয়ূব আলী (২২) উল্লাপাড়া উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের মোঃ রনজু (৩০) এবং মোঃ রফিকুল (২৮)। মানব পাচারে শিকার ক্ষতিগ্রস্থ ১০ জন বিদেশ ফেরতগামী ব্যক্তির মধ্যে ৩ জনকে গরু বাছুর, ২ জনকে মুদি দোকান করায় সহায়তা এবং ৫ জনকে অটো গাড়ি তৈরি করায় সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য সিরাজগঞ্জ জেলার কয়েকটি উপজেলার প্রায় ৫শতাধিক মানুষ দালাল চক্রের মাধ্যমে সুমদ্র পথে থাইল্যান্ড ও মালয়েশিয়া যাওয়ার পর সেই দেশের প্রশাসনের হাতে আটক হয়। পরবর্তীতে দীর্ঘদিন জেল খেটে সহায় সম্বল সবকিছু হারিয়ে বাংলাদেশে ফেরত আসে। সেই থেকে নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে অতি মানবেতর জীবনযাপন করছেন। সংস্থার সূত্রে মতে এ পর্যন্ত ৪০ জন মানব পাচারের শিকার ব্যক্তিকে পুনর্বাসন সহায়তা দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও বেশকিছু ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে উক্ত ধরণের সহয়তা প্রদান করা হবে বলে সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক রাজু জানান।
(এমএইচ/পিবি/জুন ২৮,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test