E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা-রংপুর মহাসড়কের বেহাল দশা

২০১৫ জুন ২৮ ১৭:২৫:৪৬
ঢাকা-রংপুর মহাসড়কের বেহাল দশা

গাইবান্ধা প্রতিনিধি : ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলা সীমান্ত গোবিন্দগঞ্জের ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর থানার ধাপেরহাট পর্যন্ত সিমান্ত পর্যন্ত ৩০ কি:মি পথ পাড়ি দিতে সময় লাগে ২ ঘন্টা মত। পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে।

কারণ মহাসড়কের বেশির ভাগ জায়গায় ভেঙ্গে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তায় সব সময়ই জমে থাকে পানি। অথচ প্রতিদিন কয়েক হাজার দুর-পাল্লার যানবাহন চলাচল করে ওই রাস্তা ধরে। এখন সংস্কার করা না হলে ঈদুল ফিতরে ঘরমুখী মানুষদের ভোগান্তি পোহাতে হবে। স্থানীয়রা জানান, ১০ দিন পূর্বে ওই ৩০ কি:মি: রাস্তা সংস্কার করে স্থানীয় রোডস্ এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ। পরে গত ৭দিনের ঘন ঘন বৃষ্টির কারণে মহাসড়কের সংস্কারকৃত স্থান গুলো ভেঙে পুনরায় গর্তে সৃষ্টি হয়েছে। এতে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। বর্তমানে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছেন না।

এতে আরো গাড়ি চলাচল অব্যাহত থাকায় রাস্তায় আরো বেশি খানা-খন্দকের সৃষ্টি হচ্ছে। মহাসড়কটি বর্তমানে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন ছোট-খাট দুর্ঘটনা ঘটছে। রবিবার বিকালে সরেজমিনের গিয়ে দেখা যায় মহাসড়কের করুন দৃশ্য। অনেক স্থানে বড় বড় গর্তের মধ্য পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একটি অটোরিকশা যাচ্ছিল কয়েকজন যাত্রী নিয়ে স্থানীয় পোস্ট অফিস সংলগ্ন ঢাকা বাসকাউন্টার এলাকা দিয়ে যাওয়ার পথে ঢাকাগামী একটি কোচ গর্তের কাছে এসে কাত হয়ে যাওয়ার উপক্রয় হয়ে পড়ে। অল্পের জন্য যাত্রীরা প্রাণে রক্ষা পায়।

এদিকে, প্রতিদিন গাইবান্ধা সড়ক-জনপথ বিভাগের অসৎ কর্মচারী ও ঠিকাদাররা সংস্কারের নামমাত্র কাজ করে কাগজ-কলমে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা ও অনিয়ম-দুর্নীতির কারণে ঝুকিপূর্ণ ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করায় যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে সবসময়। যে কোন সময় বড় ধরণের প্রাণহানি ঘটতে পারে। এ ব্যাপারে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুল আলম খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

(এমআরএস/পিবি/জুন ২৮,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test