E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে দুই ব্যবসায়ীর জরিমানা

২০১৫ জুন ২৯ ০০:০১:১৩
নাটোরে দুই ব্যবসায়ীর জরিমানা

নাটোর প্রতিনিধি :নাটোরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে মাঠে নেমেছে বাজার মনিটরিং কমিটি। রোববার কমিটির সদস্যরা স্থানীয় বিভিন্ন বাজারে অভিযান চালায়। স্টেশন বাজার এলাকায় অভিযানকালে ভ্রাম্যমান আদালত অয়োডিন বিহীন লবণ মজুদ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাছরিন বানু আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন-১৯৮৯ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এই রায় প্রদান করেন। এ সময় শিল্পনগরী কর্মকর্তা দিলরুবা দীপ্তি উপস্থিত ছিলেন।

এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলীর নেতৃত্বে অপর একটি কমিটি নিচাবাজার এলাকায় হাইব্রিড কৈ মাছে রং দিয়ে দেশী কৈ মাছ হিসেবে বিক্রি করার অভিযোগে ৪০ কেজি কৈ মাছ জব্দ করেন। একই সময়ে বিভিন্ন দোকানে দ্রব্য মূল্যের তালিকা সম্বলিত বোর্ড দেখতে না পেয়ে দোকান মালিককে নিয়মিত ভাবে মূল্য তালিকা প্রদর্শনের এবং রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেয়।

(এমআর/এসসি/জুন২৮,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test