E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০১৫ জুন ২৯ ১৪:৪২:৫৬
নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নবাগত জেলা প্রশাসকের সাথে নড়াইলের গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রায়হান কাওছার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, দি ইনডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি মলয় কান্তি নন্দী, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, সময় টেলিভিশনের খায়রুল আরেফিন রানা, ইত্তেফাকের তারিকুজ্জামান লিটু, চ্যানেল টুয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন, সকালের খবরের এসএম হালিম মন্টু প্রমুখ।
মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা মাদকদ্রব্যের ভয়াবহতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উপদ্রব, ভূমি দস্যু, দালালদের তৎপরতা, নদী ভরাট করে গুচ্ছগ্রাম নির্মাণ, দেশী প্রজাতির ডিমওয়ালা মাছ নিধন বন্ধসহ জেলার বিভিন্ন সমস্যা সমাধানসহ অবহেলিত এই জেলার উন্নয়নে কাজ করার অনুরোধ জানান। নবাগত জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলার উন্নয়নে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, গত ২৫ জুন হেলাল মাহমুদ শরীফ নড়াইলের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহোদয়ের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।ৎ
(টিএআর/পিবি/জুন ২৯,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test