E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিরোজপুরে কলেজগুলোর সার্ভারে জটিলাতা !

২০১৫ জুন ২৯ ১৭:৩০:৪৯
পিরোজপুরে কলেজগুলোর সার্ভারে জটিলাতা !

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে চরম উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু হলেও জটিলতার মধ্যে রয়েছে অনেক শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া। সোমবার দিনভর চেষ্টা করেও খোলা সম্ভব হয়নি একটি কলেজেরও সার্ভার। 

ফল প্রকাশের পর থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অধির অপেক্ষায় দিন গুনছিলো। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ অনুযায়ী অনলাইনে আবেদন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভর্তি নির্ধারণ করে দেয়ার কথা থাকলেও এ নিয়ে উদ্বেগ আর উৎতন্ঠায় পড়েছে শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে দেখা গেছে বেশ কিছু শিক্ষার্থী অনলাইনে আবেদন করতেই ব্যর্থ হয়েছে। আবার কারো মোবাইলে ফিরতি এস এম এস আসেনি। খুলছে না স্ব স্ব কলেজের সার্ভার। ব্যক্তিগত মোবাইল না থাকার কারনে অনেকে বিপাকে পড়েছে।
পিরোজপুর সদর উপজেলার পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ফাতেমা আক্তার অনলাইনে ফর্ম পূরণ করলেও ফিরতি এস এম এস পায়নি। তার প্রথম পছন্দ ছিলো পিরোজপুর সরকারি মহিলা কলেজ। দ্বিতীয় পছন্দ ছিলো পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ। এই দুই কলেজের সার্ভার না খোলায় সে উদ্বিঘ্ন হয়ে জানায়, আমি অনলাইনে আবেদন করছি। এখন আমার কি করা উচিৎ বুঝতে পারছি না।
এদিকে পিরোজপুর শারিকতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আয়শা আকতার ভর্তি হতে এসে কান্নায় ভেঙে পড়ে। অতি দরিদ্র পরিবারের হওয়ায় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সে কিছুই জানতে পারেনি। এর পর কলেজের শিক্ষকরা আশ্বস্ত করায় তার কান্না থামে।
অনলাইনে যারা ফর্ম পূরণ করেছে তাদের অনেকেও সঠিক নির্দেশনা পায়নি। বিভিন্ন সাইবার ক্যাফে থেকে সহযোগিতা নিতে গিয়েও বিভ্রান্তিতে পড়েছে অনেক শিক্ষার্থী। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র রায়হান আবু-বকর এ প্লাস প্রাপ্ত। কিন্তু অন লাইনে তার রোলও তিন চারটি কলেজে দেখা যাচ্ছে। এ ছাড়া প্রভাত বৈরাগি নামের এক ছাত্রের ভাই জানান, ৫১৯১৩৬ নম্বর দিলেই এই জেলার যে কোন কলেজের নাম দেখায়। ভুল শুদ্ধ কিরে বুঝবো।
পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের কম্পিউটার শিক্ষক জগৎ যতি কর্মকার বলেন, গত তিন দিনে নিরলস পরিশ্রম করেও কোন ফল পাইনি। ছাত্র-ছাত্রীদের রোল আলাদা ভাবে দিয়ে দেখেছি। তাতেও ফল পাইনি। এখন নিরুপায় লাগছে।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রপ্ত) আবুয়াল কায়সার বলেন, সার্ভাার খোলা সম্ভব হয়নি। ছাত্রীরা স্থানীয় সাইবার ক্যাফে ও মোবাইলের মাধ্যমে ভর্তির নির্দেশিকা দেখাতে পারলে তাদের ফর্ম পূরণ ও ভর্তির সুযোগ দিচ্ছি।
এ বিষয়ে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল বলেন, যেহেতু ১ তারিখ একাদশ শ্রেণীর ক্লাস শুরু। বিধি অনুযায়ী ভর্তির সময় আছে আর দুই দিন। তাই কাল ক্ষেপণ না করে ছাত্র-ছাত্রীদের সংগৃহিত তালিকা দেখে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি। তবে ভর্তি হতে সক্ষম ছাত্র-ছাত্রীরা সস্তির নিশ্বাস ফেলেছে।
সোমবার ভর্তি হতে পেরে সোহেল হাওলাদার জানায়, তিন দিন ঘোরার পর আজ যে ভর্তি হতে পারছি এতেই আমি খুশি।
(এসএ/পিবি/জুন ২৯,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test