E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী জেল হাজতে

২০১৪ মে ১৯ ১৮:৪৮:১৭
গোপালগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী জেল হাজতে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে চাঞ্চল্যকর আগুনে পুড়িয়ে চার হত্যা মামলার প্রধান আসামী আজাদ মোল্লাকে ১৬৪ ধারা জবানবন্দি শেষে জেলা হাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ছয়টায় গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তামান্নার আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জবানবন্দিতে আজাদ একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

অভিযুক্ত আজাদ আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, স্ত্রী পরকিয়ায় জড়িত। তাকে ভালো করতে অনেক চেষ্টা করেছি। সে ভালো হয়নি । শ্বাশুড়ি মেয়ের পক্ষে কথা বলতো এই নিয়ে তাদের সাথে আমার কলহ সৃষ্টি হয়। এই কারনে আমি স্ত্রী ও শ্বাশুড়ির উপর প্রতিশোধ নিতে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেই।
অপরদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে নিহত হুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজি বাদী হয়ে আজাদ মোল্লাকে প্রধান আসামী এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে, আজাদকে গ্রেফতারের আগে পুলিশ যে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল তাদেরকে ছেড়ে দিয়েছে।
অন্যদিকে, নিহতদের লাশ গতকাল রোববার বিকাল সাড়ে পাঁচটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আগুনে পুড়ে আহত রনি বেগম (২৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর না হলেও সেরে উঠতে সময় লাগবে বলে চিকিৎসক ডাক্তার অনুপ কুমার মজুমদার জানিয়েছেন।
মামলার বাদী সাইফুল গাজী বলেন, আজাদ যে জঘন্য অপরাধ করেছে তার কঠোর শাস্তি হওয়া উচিৎ। সরকারের সর্বেচ্চ শাস্তি আছে ফাঁসি । আমার দাবি সরকার নতুন আইন করে এই অপরধীর গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে জনগণের মাঝে ছেড়ে দেবে। সে ছটফট করে পুড়ে মরবে। মানুষ সেটা দেখবে, অন্য অপরাধীরা এই ধরনের অপরাধ করবেনা। তাহলে যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে।
উল্লেখ্য গত শনিবার রাতে স্ত্রী ও শ্বাশুড়ির উপর প্রতিশোধ নিতে আজাদ মোল্লা সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শ্বাশুড়ির ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে অগুনে পুড়ে ঘটনাস্থলে ৩ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
(এমএইচএম/এএস/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test