E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে অবাধে পোনা মাছ নিধন

২০১৫ জুন ৩০ ১৬:৩৫:০৭
মদনে অবাধে পোনা মাছ নিধন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার জলাশয়গুলোতে সরকার নিষিদ্ধ কারেন্ট, খনা ও মশারী শত শত জাল দিয়ে প্রতিদিন অবাধে পোনা মাছ নিধন করায় ভরা মৌসুমেও হাটবাজার গুলোতে দুই/এক ধরনের পোনা মাছ ছাড়া মিঠা পানির বড় মাছের আকাল দেখা দিয়েছে। সরকার নিষিদ্ধ এ ধরনের জাল ব্যবহারের পূর্বে এ এলাকাটি ছিল মিঠা পানির মাছের জন্য বিখ্যাত।

বর্ষার পানি এলাকায় প্রবেশ করার সাথে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী সরকার নিষিদ্ধ জাল দিয়ে ডিম, মা ও পোনা মাছ অবাধে নিধন করে মাঝের বংশ ধ্বংস করে দিচ্ছে। ফলে এ এলাকার লোকজন মাছের চাহিদা পূরণ করতে পুকুরের মাছ চাষের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসন যোগপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে মৎস্য সপ্তাহ পালন ও কিছু জাল ধরে এনে আগুনে পুড়ে লোক দেখানো ব্যবস্থা গ্রহণ করায় এলাকায় অবৈধ জল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফতেপুর গ্রামের আদর্শ কৃষক রাজিব মিয়া জানান জন সচেতনতার অভাবে এলাকায় যেভাবে কারেন্ট, খনা ও মশারী জাল ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে এই এলাকায় মিঠা পানির মাছের বিলুপ্ত ঘটবে। উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন সরকার নিষিদ্ধ কারেন্ট জাল অবাধে ব্যবহারের সত্যতা স্বীকার করে বলেন, রবিবার একটি খনা জাল আগুন দিয়ে পোড়া হয়েছে। অচিরেই মোবাইল কোর্টের মাধ্যমে হাওড় এলাকায় সারসি অভিযান শুরু করা হবে।
(এএমএ/পিবি/জুন ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test