E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

২০১৫ জুন ৩০ ২১:৫১:৪৫
তাড়াশে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :তাড়াশে প্রতি বছরের মতো এবারও  আদিবাসি ও সাঁওতাল জনগোষ্ঠী  যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করেছে।

দিবসটি পালন উপলক্ষে সকালে গুল্টা ক্যাথলিক মিশন থেকে কারিতাস শিশু শিক্ষা আলোঘর প্রকল্পের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীর উদ্যোগে তীর ধনুক নিয়ে র‌্যালি রেব করে।

উপজেলা চেয়ারম্যান আব্দুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি উদ্বোধন করেন।

র‌্যালি শেষে গুল্টা ক্যাথিলিক মিশন হল রুমে মিশনের ফাদার কার্লো বুচ্চি’র সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাসুউজ্জামান আব্বাস, তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি এম মামুন হুসাইন।

বক্তব্য রাখেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম, আদিবাসি নেতা নিখিল খাঁখাঁ, রনজিত উরাও, শিব প্রসাদ, সাবেক ইউপি সদস্য মালতি রানী, প্রভাত এক্কা, মনোমহন উরাও প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কারিতাস আলোঘর প্রকল্পের তাড়াশ এরিয়া কো-অডিনেটর সামুয়েল বাস্কে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন কারিতার শিক্ষা প্রকল্পের সুপারভাইজার মোঃ জাহাঙ্গীর আলম।

ইউরোপিয়ান ইউনিয়ন ও কারিতাস ফ্রান্স এর অর্থায়নে কারিতাস তাড়াশ এরিয়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে বক্তাগণ সাঁওতাল নেতা কানু ও সিধু’র কথা স্বরণ করে বলেন আদিবাসিরা যতদিন বেচে থাকবে ততদিন কানু সিধুর কথা স্বরণ করবেন। তাদের রক্ত বৃথা যেতে দেব না বলে বক্তাগন আরও বলেন, ইংরেজ শাসক গোষ্ঠি আদিবাসিদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে হত্যা গুম করে। সেই সময় সিধু, কানু, ভেদুর নেতৃত্বে সাঁওতাল জনগোষ্ঠি একত্রিত হয়ে জ¦লে উঠে ছিল। বলে সেই প্রতি বছর ১৮৮৫ সালের ৩০জুন সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবে পালন করে আসছে। আদিবাসিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা হুশিয়ার উচ্চারণ করেন।

(টিএআর/এসসি/জুন৩০,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test