E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৫ জুলাই ০১ ১২:২৩:২০
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে বজলু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলু মিয়া জেলার সদর উপজেলার মঈন গ্রামের আবদুল হাশেমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুমান (২৮), শাহেদ আলী (৩৮) ও অলী মিয়াকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা সকলেই পিকআপভ্যানের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহত শাহেদ আলীর ভাই জানান, সকালে নরসিংদীর বারৈচা থেকে কাঁঠাল ভর্তি পিকআপভ্যান নিয়ে হতাহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মঈন গ্রামে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় পেছন দিক থেকে পিকআপভ্যান ও মাইক্রোবাসটির সাথে আরো একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরক চিকিৎসক বজলু মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে বাকিদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


(ওএস/পিবি/জুন ০১,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test