E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় প্রযুক্তির চুলা বিতরণের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে

২০১৫ জুলাই ০২ ১৭:১০:০৬
গাইবান্ধায় প্রযুক্তির চুলা বিতরণের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে

গাইবান্ধা প্রতিনিধি : ‘অধিক সাশ্রয়ী উন্নত চুলা, অল্প কালি স্বল্প ধোঁয়া’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধা জেলার তিনটি উপজেলার গ্রামাঞ্চলে স্বল্প মূল্যে উন্নত প্রযুক্তির একটি চুলা দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে। জেলার সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও সদর উপজেলায় ৩০ হাজার পরিবারের মধ্যে এই চুলা বিতরণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সাইন্স ল্যাবরেটরীর সাবেক পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী ডাঃ হাছান এই উন্নত প্রযুক্তির চুলা আবিস্কার করেছেন। যা বর্তমানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেডের (ইডকল) সহযোগিতায় স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ছিন্নমুল মহিলা সমিতি তা বিতরণ করছে।
ইতোমধ্যে এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সদর ও সাঘাটা উপজেলায় পর্যায়ক্রমে ১০ হাজার পরিবারে স্বাস্থ্য সম্মত পরিবেশ বান্ধব চুলা স্থাপনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। যার মধ্যে ৮১৩ টি চুলা স্থাপন করা হয়েছে। জানা গেছে, উন্নত এই চুলা অভ্যন্তরীণ বায়ু দূষণ রোধ করে এবং ব্যবহারকারি, বিশেষত মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করে, তাপের অপচয় রোধ করে ফলে শতকরা ৫০ থেকে ভাগ জ্বালানি সাশ্রয় হয়, তুলনামূলকভাবে কম সময়ে রান্না করা যায়, উন্নত চুলা ব্যবহারে রান্নাঘর গরম হয় না ও ধোঁয়া-কালি কম হয়, হাঁড়ি-পাতিলে কালি কম হয়, খাবারের মান অটুট থাকে, অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়, পারিবারিক ও বাণিজ্যিক কাজেও এটি সহজেই ব্যবহার করা সম্ভব। বিশেষ করে পরিবেশ বান্ধব এই চুলা বনজ সম্পদ রক্ষাসহ পরিবেশগত ভারসাম্য বিনষ্টের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে।

(আরআই/পিবি/জুলাই ০২,২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test