E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনার রাজধরদিয়ায় যমুনার তীব্র ভাঙ্গন, হুমকীর মুখে বেড়ীবাঁধ

২০১৫ জুলাই ০২ ১৮:৪২:৪৪
পাবনার রাজধরদিয়ায় যমুনার তীব্র ভাঙ্গন, হুমকীর মুখে বেড়ীবাঁধ

পাবনা থেকে প্রবীর সাহা : পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের রাজধরদিয়া গ্রামে যমুনার তীব্র ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে সাতবাড়ীয়া কাজিরহাট বেড়ীবাঁধ সহ ব্রিজ,স্কুল , মাদ্রাসা , কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও সহস্রাধিক বাড়ি-ঘর ও ফসলী জমি। আশ্রয়হীন হয়ে শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

গত কয়েক দিনের ভাঙ্গনে ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে রাজধরদিয়া পূর্বপাড়া, পশ্চিম কাচাদিয়া,দাসপাড়া, কাাজি শরিফপুর, দরিশরিফপুর সহ এসব এলাকার এক-তৃতীয়াংশ বসত বাড়ি, ফসলী জামি সহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা।বাড়ি-ঘর হারিয়ে অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছে রাজধরদিয়া স্কুল ও বেড়ীবাঁধের পাশে খোলা আকাশের নিচে । মাত্র ১০০ গজ দুরে রয়েছে সাতবাড়িয়া- কাজিরহাট বেড়ীবাঁধ। বেড়া পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গনের খবর জানা সত্ত্বেও এলাকা পরিদর্শন ও ভাঙ্গন প্রতিরোধে সামান্যতম কোন পদক্ষেপ নেয়নি বলে জানান এলাকাবাসী।

মাসুমদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বর হারুনুর রশিদ ও ৯ নং ওয়ার্ড মেম্বর মো: মমিন জানান সরকারি কোন বরাদ্দ না থাকায় আমরা এসব অসহায় নদী ভাঙ্গন কবলিত মানষের জন্য কিছু করতে পারছি না তাই সরকারের উধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ভাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ ও অসহায় আশ্রয়হীন মানুষের জন্য একটু মাথা গোঁজার ব্যবস্থা করার জন্য ।

পাবনা বেড়া উপজেলা পাানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: কবিবুর রহমান উওরাধিকার ৭১ নিউজ কে জানান আমরা ইতিমধ্যেই ভাঙ্গন কবলিত এলাকার জন্য এম.পির ডিও লেটার পাঠেয়েছি প্রকল্প পাশ হলে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব । এছাড়া জরুরী ভিত্তিতে কোন ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে সে ব্যবস্থা আমাদের আছে ।

ভাঙ্গন কবলিত এলাকার পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু জানায় আমরা এ এলাকার ভাঙ্গন প্রতিরোধের জন্য পানি সম্পদ মন্ত্রনালয়কে অবহিত করেছি আশা করি দ্রুত ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব।


(পিএস/এসসি/জুলাই০২,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test