E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

২০১৫ জুলাই ০৩ ১৬:৩২:৫০
যশোরে ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যা চেষ্টার অভিযোগে ইউপি সদস্যসহ ১৩ জনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বল্লভপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল ইসলাম শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের আটকের চেষ্টা করছে পুলিশ।

আসামিরা হলেন- উপজেলার বল্লভপুর গ্রামের মৃত কাওছার বিশ্বাসের ছেলে সুখপুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম, রহিম বক্সের ছেলে আবদুল খালেক, ফকির চাঁদের ছেলে আইজেল হক, সিরাজুল ইসলামের ছেলে সাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন ওরফে আলম, আমীর মল্লিকের ছেলে তোতা মিয়া, রওশন আলীর ছেলে আবদুল মাজিদ, জাহেদ আলীর ছেলে মোহাম্মদ আলী বাটুল, হায়দার আলীর ছেলে রুস্তম আলী, হয়রত আলীর ছেলে সরজেত আলী, দুখু মণ্ডলের ছেলে চান্দু মিয়া, রহিম বক্সের ছেলে আরশাদ আলী ও আনসার আলীর ছেলে আবদুস সাত্তারসহ অজ্ঞাতপরিচয় আসামি আরও ২০/২৫ জন।

মামলার অভিযোগে জানা যায়- গত বুধবার বেলা ১১টার দিকে সাইফুল মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো দা, হাসুয়া, লোহার রড ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতভাবে মামলার বাদী কার্তিক বিশ্বাস এবং স্থানীয় মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক সরজিত কুমার রায়ের ওপর হামলা করে।

এ সময় কার্তিক ও সরজিতকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে সাইফুল মেম্বারের বাড়িতে নিয়ে আটকে রেখে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে বাওড় লিখে নেওয়ার চেষ্টা করে।

সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ সাইফুল মেম্বরের বাড়ি থেকে তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test