E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গলাকাটা লাশ উদ্ধার

২০১৫ জুলাই ০৪ ১২:২৫:২৫
ঝালকাঠিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গলাকাটা লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও হত্যাসহ বেশকয়েকটি মামলার আসামি শাহ আলম খান ওরফে টাকার আলমের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া স্কুল এলাকার ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী শাহ আলম খান ওরফে টাকার আলমের বাড়ির থেকে ৪/৫’শ গজ দূরে একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে এবং তার মাথায়ও একটি জখমের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মুনীর।

জানা গেছে, ১৯৯৬ সালে জাপার প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে শাহ আলম খান ওরফে টাকার আলম শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে রাজাপুরসহ দেশের বিভিন্ন থানায় ৮টি হত্যা, ১টি ডাকাতিসহ ৩৫টি মামলা রয়েছে।

(ওএস/পিবি/জুলাই ০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test