E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ

গাইবান্ধায় ওসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৫ জুলাই ০৫ ২০:৩৫:৫৭
গাইবান্ধায় ওসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের মারপিট-হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা সদর থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

রবিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের জন্য রংপুরের ডিআইজি হুমায়ুন কবির ও গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।

এর আগে রবিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহকারী কমল চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিউর রহমান, সোনালী ব্যাংক লিঃ গাইবান্ধা শাখা ব্যবস্থাপক আয়েশ উদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন, গাইবান্ধা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব হোসেন ও কনস্টেবল সাদ্দাম হোসেনসহ ১০ জন।

বাদীপক্ষের আইনজীবী আনিছুর রহমান জানান, ২ জুলাই দুপুরে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহকারী কমল চৌধুরী, মামুন মিয়া, রেকর্ড কিপার মোজাম্মেল মিয়া ও ক্যাশিয়ার জুয়েল কবির সোনালী ব্যাংক লিঃ গাইবান্ধা শাখায় বেতনের টাকা উত্তোলন করতে যান। এ সময় টাকার বিনিময়ে চেকের সিরিয়াল ওলোট-পালটের অভিযোগে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত উল্লেখিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আদালতের কর্মচারীদের বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ব্যাংক ডাকাতির মামলায় ফাঁসানের হুমকিসহ অফিস সহকারী মামুনকে বন্ধুকের বাট দিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। এ সময় ব্যবস্থাপকসহ ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে সহায়তা করে।

এ আদালতের আদেশ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে জেলা সদরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

(আরআই/পিএস/জুলাই ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test