E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুন্দরবনের কাঠ পাচারে কুমির আতঙ্ক !

২০১৫ জুলাই ০৬ ১৩:১২:১১
সুন্দরবনের কাঠ পাচারে কুমির আতঙ্ক !

বাগেরহাট প্রতিনিধি:সুন্দরবনের কাঠ পাচারে এবার অভিনব ফন্দি এটেছে চোরাকারবারিরা। পূর্ব সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার নদী ও খালে কুমির এসেছে এমন গুজব ছড়াচ্ছে কাঠ পাচারকারী চক্র। এবারও সুন্দরবনের সুন্দরীসহ বনের মূল্যবান কাঠ কেটে পাচারের জন্য নদী ও খালের পানির নিচে মজুদ করছে চোরাকারবারিরা। নদী ও খালের পানিতে নেমে কেউ চোরাই সুন্দরী কাঠ মজুদের বিষয়টি জেনে ফেলার ভয়ে পাচারকারীরা এই কুমির আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

প্রতিবছর বর্ষার মৌসুমে চারদিকে যখন পানি থৈই থৈই করে তখন তারা এই কাঠ পাচারে নেমে পড়ে চোরাকারবারিরা । আর এর সাথে জড়িত থাকে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালীরা।
সুন্দরবন সন্নিহিত এলাকাবাসী জানায়, বর্ষা মৌসুমে কাঠ পাচারকারীরা সুন্দরবন থেকে গাছ কেটে শরণখোলার ছোট-ছোট নদী ও খালে এনে প্রথমে মজুদ করে রাখে। পরে সুবিধাজনক সময়ে মুল্যেবান সুন্দরীসহ অন্যান্য গাছ গন্তব্যে পাচার করে দেয়। প্রায় প্রতি বছরই নদী ও খালের পানিতে চোরাই কাঠ মজুদের সময় এমন আতঙ্ক ছড়ানো হয়।

শরনখোলা উপজেলার ধানসাগর ইউপি চেয়ারম্যান শাহজাহান দুলাল জানান, কুমির আসার খবরটি কাঠ পাচারকারীদের তৈরী সম্পুর্ন ভূয়া খবর। কিছু দিন ধরে কাঠ পাচারকারী চক্রটি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। সুন্দরবন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজসে সুন্দরবনের গাছ পাচার বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি দাবি করেন।

পূর্ব সুন্দরবনের রেঞ্জ কর্মকর্তা এসিএফ কামাল উদ্দিন বলেন, বন সন্নিহিত খালে কুমির আসার খবরটি তিনি শুনেছেন। তবে চোরাকারবারিদের অভিনব এই পন্থাটি সম্পর্কে সুন্দরবন বিভাগ সজাগ রয়েছে। সুন্দরবনের গাছ পাচারের খবরটি সত্য নয় বলে তিনি দাবি করেন। ।



(একে/এসসি/জুলাই০৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test