E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যোগে মাছের পোনা অবমুক্ত

২০১৫ জুলাই ০৬ ১৫:১৫:০৩
বাগেরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যোগে মাছের পোনা অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রঙ্গনে হযরত খানজাহানের ঘোড়া দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন।

বাগেরহাট মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যোগে মৎস্য চাষে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে রুই, কাতলা ও মৃগাল মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহিদ হোসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোজাম্মেল হক, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ সমজিদের খতিব মাওলানা শেখ হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার বলেন, ‘দেশ-বিদেশে আমাদের মাছের বিপুল চাহিদা রয়েছে। একারণে জনসাধারণকে মাছ চাষে উদ্ধুদ্ধ করতে নানা মুখী উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসাবে মিঠা পানিতে রুই, কাতলা ও মৃগাল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।’

(একে/পিবি/জুলাই ০৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test