E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনা পুলিশ সুপারের হুঁশিয়ারী

২০১৫ জুলাই ০৬ ২১:৩৮:৪৫
পাবনা পুলিশ সুপারের হুঁশিয়ারী

পাবনা থেকে প্রবীর সাহা :  চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, যানজট, চোরাকারবারী, ফুটপাত দখল মুক্ত রাখা ও মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কাজের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে পাবনা পুলিশ সুপার মো: আলমগীর কবির বলেন, কেউ যাতে এসব কাজ করতে না পারে সেজন্য পুলিশ বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ পাবনার মানুষ যাতে নির্বিঘ্নে, আনন্দ ঘন পরিবেশে, শংকামুক্তভাবে পালন করতে পারে সে ব্যাপারে পাবনার সকল পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রজমান মাস শুরু হওয়ার আগেই পুলিশ বিশেষ পরিকল্পনা নিয়ে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। উওরাধিকার ৭১ নিউজ এর সাথে আলাপকালে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির এসব কথা বলেন।

তিনি আরো বলেন- মাদক সেবন থেকেই অধিকাংশ অপকর্মের সৃষ্টি হয়। মাদকসেবীরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। মাদক ব্যবসায়ীদের প্রতি বিষেশ নজরে রেখে বিষেশ এলাকা চিহ্নিত করে কাজ করা হচ্ছে। মার্কেট গুলোতে ইভটিজিং, ছিনতাই যাতে না হয় এবং শহর ও বাজার গুলোতে যাতে কোন প্রকার যানজটের সৃষ্টি না হয় সে জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। মহাসড়ক গুলোতে ডাকাতি চাঁদাবাজি ছিনতাই এর প্রতি বিষেশ নজর রাখা হয়েছে। রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্টানে র‌্যাব, আনসারসহ বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করা হয়েছে।

(পিএস/এসসি/জুলাই০৬,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test