E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

২০১৪ মে ২০ ১২:৫২:৫৬
গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রংপুর-ঢাকা মহাসড়কে শহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আবু হানিফের নাম জানা গেছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। অপর নিহত ও আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায, একটি ট্রাক টাঙ্গাইল থেকে ৩১ জন শ্রমিক নিয়ে রংপুর যাচ্ছিল। পথে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী টি.আর পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আবু হানিফসহ দুই শ্রমিকের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ, বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/জেএ/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test