E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে অগ্রগতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২০১৫ জুলাই ০৭ ১৩:১৫:৩০
লক্ষ্মীপুরে অগ্রগতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর তথ্য বাতায়ন, ই-ফাইল ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম অগ্রগতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এটু আই গ্রোগ্রাম (প্রধানমন্ত্রী কার্যালয়) উদ্যোগের উক্ত কর্মশালা উদ্বোধন করা হয়েছে। 

অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কংকন চাকমা, এটু আই প্রকল্পের ই-সার্ভিস বিশেষজ্ঞ মামুনুর রশিদ ভৃঁইয়া, এটু আই প্রকল্পের ডোমিন বিশেষজ্ঞ শিরিন শবনম, সির্ভিল সাজর্ন ডাঃ গোলাম ফারুক ভৃঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম প্রমুখ।

সভায় জানানো হয়, জাতীয় তথ্য বাতায়ন এর আওতায় সকল ইউনিয়ন, জেলা, বিভাগ, অধিদপ্তর, মন্ত্রনালয় সহ সকল সরকারী দপ্তরের জন্য ওয়েব পোর্টাল (তথ্য বাতায়ন) নির্মাণ করা হয়েছে। কেন্দ্রিয় পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ পোর্টালের সংখ্যা প্রায় ২৫ হাজার। জাতীয় তথ্য বাতায়নের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ সরকারের সেবা সমূহের সব রকম তথ্য জনগণের কাছে পোঁছে দেওয়া।

এসময় বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকনজন উপস্থিত ছিলেন।


(এমআরএস/এসসি/জুলাই০৭,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test