E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলি সীমান্তে ফেনসিডিল ও শাড়ি উদ্ধার

২০১৫ জুলাই ০৭ ১৩:৩০:৫৬
হিলি সীমান্তে ফেনসিডিল ও শাড়ি উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত চোরাই পথে আনা ফেনসিডিল ও শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার ভোরে এসব উদ্ধার করা হয়।

বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, ভোরে হিলি-সোনাপুর সড়ক সংলগ্ন সীমান্ত দিয়ে ফেনসিডিল ও শাড়ি আনছিল চোরা কারবারীরা। খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযানে যায়। এসময় টের পেয়ে চোরা কারবারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২৭০ বোতল ফেনসিডিল ও ২২৫ পিস শাড়ি উদ্ধার করা হয়।

ফেনসিডিলগুলো ধ্বংস করতে জয়পুরহাট-তিন বিজিবি ব্যাটালিয়নের কাছে ও শাড়িগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

(ওএস/পিবি/ জুলাই ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test