E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাটগ্রামের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলে জনবসতি নেই

২০১৫ জুলাই ০৭ ১৬:৪৬:২৮
পাটগ্রামের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলে জনবসতি নেই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে থাকা ভারতীয় ১৭টি ছিটমহলে কোনও জনবসতি নেই। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় ২টি, হাতীবান্ধা উপজেলায় ২টি ও পাটগ্রাম উপজেলায় ৫৫টি ভারতীয় ছিটমহল রয়েছে। এর মধ্যে পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে থাকা ভারতীয় ১৭টি ছিটমহলে কোনো জনবসতি নেই। ১৭টি ছিটে ধরলা নদী, চর,বন জঙ্গল, ফাঁকা মাঠ, ফসলি জমি রয়েছে। বেশীরভাগ জমি ছিটের বাসিন্দারা চাষবাদ করেন।

জনবসতিহীন এসব ছিটমহলে জমির পরিমাণ ১৩৪ চেনাকাটায় ৭.৮১ একর, ১০১ ফুলকার ডাবুড়িতে ০.৮৮ একর, ১১৪ বাঁশকাটায় ০.৭৭ একর, ১২৫ বাঁশকাটায় ০.৬৪ একর, ১২৬ বাঁশকাটায় ১.৩৯ একর, ১২৮ বাঁশকাটায় ২.৩৩ একর, ১২৭ বাঁশকাটায় ১২.৭২ একর, ১২৯ বাঁশ কাটায় ১.৩৭ একর, ১১৫ (৪-এল) উপেনচৌকি কুচলীবাড়ীতে ০.৩২ একর, ১১৭ বাঁশকাটায় ২.৫৫ একর, ১৫৩ (ও) পানিশালায় ১৮.১ একর, ২৭ কুচলীবাড়ীতে ২.৪ একর, ১০৮ অশোকবাড়ীতে ৩.৫০ একর, ১২১ বাঁশকাটায় ১২.১৫ একর, ১১৮ বাঁশকাটায় ৩০.৯৮ একর, ১২৩ বাঁশকাটায় ২৪.৩৭ একর, ১২৪ বাঁশকাটায় ০.২৮ একর কৃষি জমি রয়েছে। ১৭ ছিটমহলে মোট ১২২.১১ একর জমি রয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-কুতুবুল আলম জানান, ২০১১ সালে তথ্য অনুযায়ী পাটগ্রাম উপজেলার ১৭টি ছিটমহলে জনবসতি নেই। এসব ছিটে কোনো জনবসতি না থাকায় এ এলাকায় শুধু ভূমি জরিপ চলবে।

(ওএস/পিবি/জুলাই ০৭,২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test