E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ম্যানেজার ও  ৮ পুলিশের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর

২০১৫ জুলাই ০৭ ১৭:৪০:৪৮
ম্যানেজার ও  ৮ পুলিশের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সোনালী ব্যাংক ম্যানেজারসহ অপর ৮ পুলিশ সদস্যের মঙ্গলবার অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করা হয়েছে। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মোঃ মহসিনুল হকের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করা হলে তিনি তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ রাজিউর রহমান, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার আয়েশ উদ্দিন, ডিবি পুলিশের এসআই রাকিব হোসেন, ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে কতর্ব্যরত পুলিশের এএসআই আইয়ুব হোসেন ও কনস্টেবল সাদ্দাম, শাহিনুর, সাইমন, আব্দুল্যাহ, রফিক ও বাবলু।


উল্লেখ্য যে, সোনালী ব্যাংক প্রধান শাখার কার্যালয়ে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মচারিকে মারপিট ও হত্যার চেষ্টার অভিযোগে গত ২ জুন বৃহস্পতিবার সোনালী ব্যাংক অভ্যন্তরে সংঘটিত ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মচারী কমল চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে ওসি, ব্যাংক ম্যানেজারসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।


(আরআই/এসসি/জুলাই০৭,২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test