E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুরুদাসপুরে শিশু কন্যাকে জিম্মি করে ডাকাতি, ডাকাত আটক

২০১৫ জুলাই ০৭ ১৮:১৬:৫৬
গুরুদাসপুরে শিশু কন্যাকে জিম্মি করে ডাকাতি, ডাকাত আটক

নাটোর ও গুরুদাসপুর প্রতিনিধি :নাটোরের গুরুদাসপুরে এক ব্যাংক কর্মকর্তার বাসায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে চাঁচকৈড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ডাকাতরা ব্যাংক কর্মকর্তার শিশু কন্যাকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, সোনার গহনা ও ১১৫টি একশ’ টাকার প্রাইজ বন্ড নিয়ে চলে যায়। ডাকাতির সময় বাধা দেওয়ায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী সাদিয়া আফরিন মুন আহত হয়। পরে এলাকাবাসীর সহায়তায় ডাকাতির মালামালসহ চাঁচকৈড় বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ডাকাত জাহাঙ্গীর চাঁচকৈড় বাজার এলাকায় হাজী আলমঙ্গীরের ৫তলা ভবনের ভাড়াটিয়া অগ্রনী ব্যাংক চাঁচকৈড় শাখার ম্যানেজার আব্দুল মজিদের বাসায় ঢোকে। বাসায় ঢুকে সে ব্যাংকার আব্দুল মজিদের শিশু কন্যার গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে। এসময় বাধা দিলে মজিদের স্ত্রী সাদিয়া আফরিন মুনকে সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং গলা থেকে সোনার গহনা ছিনিয়ে নেয়।

পরে শিশু কন্যার গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আয়রন সেলফ থেকে নগদ ১৫ হাজার টাকা ও একশ’ টাকার ১১৫টি প্রাইজ বন্ড নিয়ে সটকে পড়ে। এদিকে জাহাঙ্গীরকে ব্যাংক কর্মকর্তার বাসা থেকে বের হয়ে যেতে দেখে স্থানীয়দের অনেকের সন্দেহ হয়। পরে ডাকাতির ঘটনা শুনে এলাকাবাসী জাহাঙ্গীরের বাড়িতে হানা দিয়ে ডাকাতির মালামাল সহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গুরুদাসপুর থানার ওসি মোহম্মদ ইব্রাহিম জানান, আটক জাহাঙ্গীর ডাকাতির কথা স্বীকার করেছে। এব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এমআর/এসসি/জুলাই০৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test