E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

২০১৫ জুলাই ০৮ ১২:০২:৩১
মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ভলুগ্রামে রাজনৈতিক পূর্ব বিরোধ নিয়ে দু’গ্রুপ গ্রামবাসীর সংঘর্ষে ৬০টি বাড়ি ঘর ভাংচুর ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ ভাংচুর ও লুটপাট চলে।

এলাকাবাসি স্কুল শিক্ষক এম. মমিন উদ্দিন জানান, এই গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক বাদশা ও মোহন মোল্যার সমর্থকদের সাথে আওয়ামী লীগ সমর্থিত সামাজিক দলের নেতা আশরাফের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। যা নিয়ে ৩ মাস আগে উভয় গ্রুপে সংঘর্ষ হয়। এ সময় আশরাফের সমর্থকরা বাদশা ও মোহন মোল্যার নামে মামলা করে। এ মামলার অভিযোগ থেকে রোহাই পেতে ও স্থানীয় ভাবে প্রভাব বিস্তারের জন্য বাদশা ও মোহনসহ তার সমর্থকরা আশরাফ হোসেনের প্রতিপক্ষ কুচিয়ামোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের গ্রুপে যোগদেয় এই যোগদানের পর থেকেই উভয় গ্রুপেই উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে মঙ্গলবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দফায় দফায় সংঘর্ষে তাদের ৬০টির বেশি বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। পুলিশ সংঘর্ষ ঠেকাতে আসলে হামলাকারিরা পুলিশকে লক্ষ করেও ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে মাগুরার পুলিশ সুপারসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে আশরাফ হোসেন জানান, মামলার পর নতুন করে তাদের সাথে কোন বিবাদ ছিল না। হঠাৎ করেই আজ সকাল থেকে প্রতিপক্ষ হামলা করে তাদের প্রায় ৬০টি বাড়িঘর ভাংচুর ও ৮টি গুরু লুট করে নিয়ে গেছে।
বাদশা ও মোহন মোল্যা গ্রুপে সমর্থক মোছলেম মোল্যা জানান, আশরাফের লোকেরা কয়েকদিন আগে প্রথম আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। পরবর্তিতে এলাকাবাসি একত্রিত হয়ে আমরা এ হামলা করি।
সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, এঘটার পরপরই পুলিশ সুপার একেএম এহসান উল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। ঘর ভাংচুরকৃত ঘরবাড়ি ও আহতদের পরিদর্শন করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(ডিসি/পিবি/জুলাই ০৮,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test