E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, পণ্য ওঠা-নামা ব্যাহত

২০১৫ জুলাই ০৯ ১৩:২৩:২৫
মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, পণ্য ওঠা-নামা ব্যাহত

বাগেরহাট প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দু’দিন ধরে মংলা বন্দরের জেটিসহ আউটার এ্যংকরেজ পশুর চ্যানেল ও বহিনঙ্গরে অবস্থানরত সকল দেশী-বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় মাছ ধারা ট্রলারসমূহ নিরাপদ আশ্রয়ে সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরগুলোতে আশ্রয় নিয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বন্দরে ৭টি দেশী-বিদেশী জাহাজ অবস্থান করলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনেও পণ্য ওঠা-নামার কাজ দারুন ভাবে ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘু চাপের কারণে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির হয়েছে। যার ফলে মঙ্গলবার মধ্য রাত থেকে মংলাসহ আশপাশ উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় সাগর-নদী ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেরা ট্রলার ও নৌকা নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে ও উপকূলের মৎস্য বন্দরগুলোতে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

(একে/এসএফকে/জুলাই০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test