E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলি সীমান্তে ২১ বাংলাদেশী আটক

২০১৫ জুলাই ১১ ১৭:২৭:২২
হিলি সীমান্তে ২১ বাংলাদেশী আটক

দিনাজপুর প্রতিনিধি :বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন আওতাধীন দিনাজপুরের হাকিমপুরের হিলি আইসিপি বিওপির সদস্যরা শনিবার হিলি সীমান্তে এক অভিযান চালিয়ে ২১ জন অবৈধ্য অনুপ্রবেশেকারী বাংলাদেশীকে আটক করেছে। তবে এসময় কোন দালালকে আটক করা সম্ভব হয়নি।

আটকরা হচ্ছে, এনামুল, আজিজুল, জয়নুল, সাইদুল, জুয়েল, রাজাবুল, মোবারক, শাহাজান, নাসির, ধনিরাম, বিমল, জামাল, দুলাল, জাহাঙ্গীর,আকিরুল, জগ, মন্টু, বাবুল, ফারুক, তরিকুল ও মোহন। এরা সকলেরই ঠাকুরগাঁও জেলার হরিপুর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

বিজিবি হিলি আইসিপি বিওপির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বলেন, আটককৃতরা প্রায় ৪ মাস পূর্বে বিভিন্ন সীমান্ত পথে ভারতে অবৈধ ভারতে যায়। ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভায় শ্রমিকের কাজ শেষে স্থানীয় দালালের মাধ্যমে হিলি সীমান্তের ২৮৫/১৫ সাব সীমান্ত পিলার (ফকিরপাড়া) এলাকা দিয়ে গত শুক্রবার (১০জুলাই) রাতে দালালের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ ঘটানোর পর ফকিরপাড়া মহল্লার জনৈক বেবী নামক এক মহিলার বাড়িতে আত্মগোপন করেন। এরপর শনিবার সকালে সড়ক পথে তাদের নিজ নিজ গন্তব্যে যাবার কথা ছিল। কিন্তুু এর পূর্বেই গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

(এজি/এসসি/জুলাই১১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test