E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণতান্ত্রিক অংশগ্রহণ ও অগ্রগতি সম্পর্কে অবহিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলন

২০১৫ জুলাই ১১ ১৮:৪২:৪০
গণতান্ত্রিক অংশগ্রহণ ও অগ্রগতি সম্পর্কে অবহিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি : গণতান্ত্রিক অংশ গ্রহণ ও অগ্রগতি সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এক সংবাদ সম্মেলন শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহযোগিতায় ডেমোক্রিসি ইন্টারন্যাশনাল এর আয়োজন করে।

জেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জেলা, উপজেলা, শহর ও মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গসংঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, রণজিৎ বকসী সূর্য, শাহ সারোয়ার কবির, আব্দুর রশিদ, পিয়ারুল ইসলাম, দীপক কুমার পাল, নওশের আলম, শিরিন আরা শেফা, সেলিনা আকতার বানু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একেএম সাইফুল আলম সাকা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ উন্নত দেশ ও জাতি গঠনে বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রতিনিধিত্ব অদ্যাদেশ (আরপিও অ্যাক্ট), দলের গঠনতান্ত্রিক বিধি, নারী ও তরুণ নেতৃত্ব, জনমত জরিপ এবং তথ্য প্রযুক্তিভিত্তিক দল-ব্যবস্থাপনাকে কেন্দ্র করে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচী হাতে নিয়েছে।

এই লক্ষ্য বাস্তবায়নে ১০ম জাতীয় নির্বাচন প্রাক্কালে নির্বাচনী ইশতেহার, নির্বাচনী কৌশলসহ একাধিক বিষয়ে জেলার সকল পর্যায়ের প্রায় ৩শ’ ৫০ নেতৃবৃন্দ সম্মিলীত সুপারিশ প্রণয়ন করেন যা দলের কেন্দ্রীয় পর্যায়ে বিবেচনার জন্য প্রেরণ করা হয়। জেলার সর্বশেষ কাউন্সিল প্রক্রিয়া উপলক্ষে ২০১৪ সালে জেলার সকল পর্যায়ের প্রায় ১৬০ নেতৃবৃন্দ কাউন্সিল আয়োজনে কর্ম-পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেন যার আলোকে গাইবান্ধা জেলা আওয়ামী সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ইতোমধ্যে গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ড, সদর উপজেলার ১৩ ইউনিয়ন, সুন্দরগঞ্জে ১৫টি, সাদুল্যাপুরে ১১টি, গোবিন্দগঞ্জে ১৪টি, পলাশবাড়িতে ৬টি এবং সাঘাটা উপজেলায় ৬টি ইউনিয়নসহ মোট ৬৫টি ইউনিয়ন ও ৫৪৯টি ওয়ার্ডে কাউন্সিল সম্পন্ন হয়েছে।
এছাড়া গাইবান্ধায় জেলা আওয়ামী লীগ সদ্য সমাপ্ত কাউন্সিলের মাধ্যমে গড়ে ২৭% নারী কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের ৪০ ভাগের বেশি বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে রয়েছে। পিছিয়ে পড়া নারী নেতৃবৃন্দের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিপূর্বক রাজনীতির মূল স্রোতধারায় আনতে এ পর্যন্ত সদর উপজেলার বোয়ালী, বাদিয়াখালী, সাহপাড়া ৩টি ইউনিয়ন মৌলিক নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের নবনির্বাচিত কমিটির ৬০ জন নারীকে প্রশিক্ষিত করেছে।

তদুপরি নবনির্বাচিত সদর উপজেলার বোয়ালী, বাদিয়াখালী, সাহাপাড়া ৩টি ইউনিয়ন কমিটির ১০৩ জন নারী-পুরুষ নেতৃবৃন্দ গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমে সুদুরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

গণপ্রতিনিধিদ্ব অদ্যাদেশ (আরপিও অ্যাক্ট), দলের গঠনতান্ত্রিক বিধি, নারী ও তরুণ নেতৃত্ব, জনমত জরিপ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক দল-ব্যবস্থাপনার মূল বিষয়বস্তু। দলীয় সদস্যপদ নিবন্ধন ও ডেটাবেজ সদর উপজেলার অধীনে ৩টি ইউনিয়নে ১০ হাজার নেতাকর্মী নিবন্ধিত কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে একটি কেন্দ্রীয় ডেটাবেজে সংযুক্ত হয়ে আওয়ামী লীগের ওয়েব পোর্টালে তা চিরস্থায়ী ভাবে সংরক্ষিত রাখারও উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ইউএসএইড ও ইউকেএইড এর সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশলের মাধ্যমে ডিপিআর প্রকল্পের সহায়তায় আওয়ামী লীগের এই উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা প্রদান করে যাচ্ছেন।


(আরআই/এসসি/জুলাই১১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test