E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দাউদকান্দিতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে পুলিশ

২০১৫ জুলাই ১১ ২২:১৬:৪১
দাউদকান্দিতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে পুলিশ

দাউদকান্দি প্রতিনিধি : ১১ জুলাই (শনিবার) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার অংশে সড়ক ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা নানান স্থাপনা ভেঙ্গে দিয়েছে দাউদকান্দি পুলিশ।

মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর-পেন্নাই ও ইলিয়টগঞ্জ এলাকায় নির্মিত এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে প্রধান ভূমিকা পালন করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া ও দাউদকান্দি হাইওয়ে থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাস্তার পাশ ঘেঁষে দোকান নির্মাণ করায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা আমরা সরিয়ে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘এছাড়াও এ ধরনের স্থাপনার জন্য বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে।’

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশি টহল অব্যাহত রয়েছে। আমরা আশা করছি, ঈদে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে।’

(এমএএকে/পিএস/জুলাই ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test