E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাদুল্যাপুরে সাংবাদিকদের সাথে ডেপুটি স্পিকারের মতবিনিময়

২০১৫ জুলাই ১৩ ১৩:২৩:২৬
সাদুল্যাপুরে সাংবাদিকদের সাথে ডেপুটি স্পিকারের মতবিনিময়

গাইবান্ধা নপ্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে ব্যক্তিগত এক সফরে এসে রবিবার দুপুরে সাদুল্যাপুর প্রেসক্লাবে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি।

সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গী, সন্ত্রাস ও জামায়াত-শিবিরের অপরাজনীতি প্রতিহত করতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে উন্নয়ন কর্মকা- অব্যাহত রেখেছেন। গাইবান্ধা জেলাতেও অনেক উন্নয়ন কর্মকা- অব্যাহত আছে। এছাড়া অবহেলিত গাইবান্ধা জেলার বিভিন্ন সমস্যা ও সঙ্কট নিরসনেও বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

ইত্তেফাকের গাইবান্ধা জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে গতকাল রবিবার সাদুল্লাপুর প্রেসক্লাবে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি বলেন, জন সমস্যার পাশাপাশি সরকারের সাফল্য ও সকল উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে গণমাধ্যমে প্রকাশ করুন।

অ্যাডভোকেট রাব্বি ব্যক্তি জীবনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন আমার আর কিছু চাওয়া-পাওয়ার নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে শুধু আমার নির্বাচনী এলাকা সাঘাটা-ফুলছড়ি নয়, গাইবান্ধা তথা গোটা বাংলাদেশের উন্নয়নের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আপনাদের এলাকা সমস্যা নিয়ে আমার কাছে আসেন। আমি তা আমার নিজের সমস্যা মনে করে সমাধানের জন্য যা করা প্রয়োজন, আপনাদের পাশে থেকে তা করাবো ।

এ সভায় উল্লেখিত জন সমস্যাগুলো নিরসনে তিনি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন। প্রেসক্লাবের কম্পিউটার ক্রয়ের জন্য ৫০ হাজার ও বিগত নাশকতা মূলক কর্মকান্ডে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বাড়ী পুড়ে যাওয়ার ঘটনায় ৫০ হাজার টাকার অনুদান প্রদানের ঘোষনা দেন।

প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদুল হক মিলন, সাংবাদিক শাহজাহান সোহেল প্রমুখ।

মতবিনিময় সভায় এর আগে সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। এরমধ্যে গাইবান্ধার-সাদুল্যাপুর-রংপুর আঞ্চলিক সড়কে সরাসরি বাস চলাচল, ঘাঘট নদীর ভাঙন থেকে কামারপাড়া, পুরান লক্ষীপুর এলাকা রক্ষার দাবি জানানো হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং ওসিসহ উপজেলা সকল কর্মকর্তা, উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সাদুল্যাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে ফুলেল শুভচ্ছো জানান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদুল হক মিলন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যায়যায়দিন ও দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং সাদুল্যাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ। ছবি সংযুক্ত

(এমএমএইচ/এসসি/জুলাই১৩,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test