E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে বেতন-বোনাসের দাবিতে অবরোধ

২০১৫ জুলাই ১৩ ১৩:৩০:২৪
গোবিন্দগঞ্জে বেতন-বোনাসের দাবিতে অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর মহিমাগঞ্জ চিনিকলে  কর্মরত ৮১২ জন শ্রমিক-কর্মচারী ৩ মাসের বেতন-বোনাসের দাবিতে রবিবার ৯টা থেকে ব্যবস্থাপনা পরিচালকের প্রশাসনিক কার্যালয় অবরোধ করে রেখেছে।

রংপুর চিনিকল সূত্রে জানা গেছে, উৎপাদিত চিনি অবিক্রিত থাকায় অর্থাভাবে এ পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা প্রায় ২ কোটি টাকা বেতন-ভাতা পাওনা রয়েছে।চিনিকলের স্থায়ী-মৌসুমী মিলিয়ে ৮১২ জন শ্রমিক-কর্মচারীদের ৩ মাসের বেতন-বোনাস বাকি পড়েছে ২ কোটি টাকা।

ঈদের বাজার খরচ দূরে থাক ৩ মাস ধরে বেতন না পাওয়ায় অনেকেরই এখন দিন কাটছে অনাহার-অর্ধাহারে। ফলে বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল ৯টা থেকে ব্যবস্থাপনা পরিচালক এবং মিলের প্রশাসনিক কার্যালয় অবরোধ করে রেখেছে।

(এমএমএইচ/এসসি/জুলাই১৩,২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test