E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় জমে উঠেছে ঈদ বাজার

২০১৫ জুলাই ১৩ ১৫:৫৫:০৩
আগৈলঝাড়ায় জমে উঠেছে ঈদ বাজার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। বরিশালের আগৈলঝাড়ার জমে উঠেছে ঈদ বাজার। উপজেলার বিভিন্ন মার্কেট, অভিজাত বিপণি বিতান এবং ফুটপাত সবখানেই এখন ক্রেতাদের ভীড় লক্ষ করা গেছে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা দোকানে ভীড় করছে। এবার টিনএজার থেকে শুরু করে সব বয়সের মেয়েদের কাছে ভারতীয় ‘ষ্টার জলসা’র সিরিয়ালের মাধ্যমে ব্যাপক দর্শক পরিচিত পাওয়া ‘পাখি’ ও ‘কিরন মালা’ ড্রেস এবার পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে। ক্রেতা-বিক্রেতারা এখন ‘পাখি’ ও ‘কিরনমালা’ জ্বরে ভুগছেন।

দাম বেশি হওয়ায় ‘ভারতীয় পাখি’র বদলে অপেক্ষাকৃত কম দামের ‘দেশী পাখি’ ও ‘কিরনমালা’ ড্রেসেই সন্তুষ্ট মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীর সাধারণ ক্রেতারা। উপজেলার গৈলা বাজার, সদর বাজার, পয়সারহাট বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, সাহেবেরহাট বাজারসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। রেডিমেট গার্মেন্ট, জুতা, কসমেটিক ও ঈদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। বিশেষ করে নারী ক্রেতাদের ভীড় ছিল লক্ষনীয়।

(টিবি/এএস/জুলাই ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test