E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই'

২০১৫ জুলাই ১৩ ১৬:৫৭:৫২
'উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই'

বড়লেখা (মৌলভীবাজার) :জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন দেশ ও জনগনের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। এলক্ষেই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিদ্যুত সমস্যার সমাধান, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরন, বড়লেখাসহ দেশের বিভিন্ন স্থানে মেডিক্যাল কলেজ স্থাপন, কৃষির উন্নতি এবং তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। 

তিনি সোমবার (১৩জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জফরপুর গ্রামে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে ৩১ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হুইপ বলেন বাংলাদেশের এখন নি¤œ মধ্যম আয়ের দেশ। এদেশের মানুষের মাথাপিছু আয় এখন ১ হাজার ৩১৪ ডলার। যেসব দেশের মাথাপিছু আয় ১ হাজার ৪৬ ডলার থেকে শুরু করে ৪ হাজার ১২৫ পর্যন্ত সেসব দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় রাখা হয়। দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। খুব অল্প সময়েই মধ্যে প্রধানমনত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে স্থান করে নিবে।’

তিনি আরও বলেন বিএনপি-জামায়াত জোট কথিত আন্দোলনের নামে দেশকে পিছিয়ে দিতে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরে নৈরাজ্য সৃষ্টি করে দেশের আইন শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা করে ছিল। কিন্ত সরকারের সঠিক এবং দৃঢ় প্রদক্ষেপ গ্রহন করায় তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তিনি সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড চালিয়ে নিতে ঐক্য বদ্ধভাবে কাজ করার জন্য জনগনের প্রতি আহবান জানান।

সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও ইউপি সদস্য মঈন উদ্দিন ও ছাত্রনেতা ময়নুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমাজ সেবক জয়নাল আবেদীন তাপাদার, আলা উদ্দিন প্রমুখ।


(এলএস/এসসি/জুলাই১৩,২০১৫)


পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test