E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতির স্মারকলিপি পেশ

২০১৫ জুলাই ১৪ ১২:৩৫:৪৮
দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতির স্মারকলিপি পেশ

দিনাজপুর প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র কাছে সাত দফা দাবি সম্বালিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী কল্যাণ সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারক লিপি প্রদান করেছে।

৭টির দাবির মধ্যে রয়েছে (১) প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীর পদ সৃষ্টির একটি যুগান্তকারী পদক্ষেপ। পদটি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সু-দৃষ্টি কামনা করছি। (২) আমাদেরকে নির্ধারিত সর্বসাকুল্যে বেতন ভাতা প্রদান করা হয়। আমাদের প্রচলিত কাঠামো ভূক্ত করে বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদানের আশু ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি। (৩) আমরা সর্বনিম্ন কর্মচারী হলেও আমরা মানুষ। বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীদের মত আমাদের দায়িত্ব ও কর্তব্য দিবা রাত্রি ২৪ ঘন্টা না রেখে সরকারি বিধি মোতাবেক সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত করার সু-দৃষ্টি কামনা করছি। (৪) মানবিক কারণে আমাদেরর ছুটির ভোগের অধিকার আছে। আমরা কোনো ছুটি পাইনা। আমাদের জন্য ছুটি বিধি প্রণয়নের জন্য জোর দাবি জানাচ্ছি। (৫) প্রজাতন্ত্রের অন্যান্য দপ্তর-বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা আছে। অনুরুপ ভাবে আমাদের ও আমাদের যোগ্যতা ও দক্ষতার বিবেচনা করে পদোন্নতির সুযোগ সৃষ্টির আবেদন করছি। (৬) আমাদের শিক্ষা ভাতার ব্যবস্থা এবং বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। (৭) সরকারি বিধি মোতাবেক প্রধান শিক্ষক- সহকারি শিক্ষকের যে ট্রেনিং এর ব্যবস্থা আছে তা আমাদের তথা দপ্তরী কাম প্রহরীদেরও বৎসরে ৭ দিন প্রশিক্ষণের জন্য জোর দাবি জানাচ্ছি।

(এজি/এএস/জুলাই ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test