E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজাপুরে পৈত্রিক জমিতে ভবন নির্মাণ কাজে বাধা

২০১৫ জুলাই ১৪ ১৯:৫৮:৫৫
রাজাপুরে পৈত্রিক জমিতে ভবন নির্মাণ কাজে বাধা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর বাজার এলাকায় বজলুর রহমানের পৈত্রিক জমিতে একতলা ভবন নির্মাণের পরে দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় প্রতিপক্ষ বেলায়তে হোসেন তার লোকজন নিয়ে বিভিন্নভাবে বাধা দিচ্ছে অভিযোগ পাওয়া গেছে।

বজলুর রহমান অভিযোগ করে জানান, ৬৭ নং উত্তমপুর মৌজার এসএ ৯২ নং খতিয়ানের হাল ২২০৬ নং দাগে মোট জমির পরিমান ৪২ শতাংশ। ওই জমির উপরের তিন দিক উত্তর, পশ্চিম ও দক্ষিন পাশ দিয়ে সরকারি রাস্তা নির্মাণ হওয়ায় মোট জমি থেকে ২১ শতাংশ জমি চলে যায়। বাকি ২১ শতাংশ জমি আমিসহ অন্য অংশিদারগণ সমহারে বণ্টন করে ভোগ দখলের কথা ছিল। ওই স্থানে আমি ক্রয়করি ১.৭৫ শতাংশ এবং পৈত্রিক আছে ৪.২১ শতাংশ। মোট আমার জমির পরিমান হয় ৫.৯৬ শতাংশ। কিন্তু আমি দখল পেয়েছি ৩.৩৪ শতাংশ এবং এর ওপর আমি ভবন নির্মাণের কাজ শুরু করি। এ সময় প্রতিপক্ষের বেলায়েত হোসেন (ঝালকাঠি আদালতের পেশকার পরিচয় দানকারী) ০২ জুন ২০১৫ তারিখে রাজাপুর থানা থেকে নিষেধাজ্ঞা জারি করান। পরে উভয়পক্ষ স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল আবেদিন জাহিদের মাধ্যমে সালিশ বৈঠক মানি এবং ওই জমির দ্বিতল ভবনের নির্মান কাজ বন্ধ রাখি। কিন্তু সালিশ চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ বেলায়েত আবার ঝালকাঠি আদালত থেকে ওই জমিতে ১৪৪ ধারা জারি করান। তবে সালিশিতে বেলায়েত তার আপন খালাতো ভাই ডিড রাইটার মোঃ শহিদুলকে সালিশ মানায় সে পক্ষপাতিত্ব শুরু করলে আমরা প্রতিবাদ করি।

বজলুর রহমান অভিযোগ করে আরও জানান, ওই জমিতে ১৪৪/১৪৫ ধারা জারির তদন্তকারি কর্মকর্তা রাজাপুর থানার এএসআই জসিম উদ্দিন উভয়পক্ষকে ডাকলে আমি বার বার প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে থানায় গেলেও এএসআই জসিম প্রতিপক্ষের পক্ষ নিয়ে বার বার বিভিন্ন অজুহাতে তারিখ দিচ্ছে এবং আমি যাতে ভবন নির্মাণ করতে না পারি সে জন্য সময় নষ্ট করছে। চলমান বর্ষায় ভবন নির্মাণ সামগ্রী নষ্ট হচ্ছে। এমতাবস্থায় তিনি প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রাজাপুর থানার এএসআই জসিম উদ্দিনের মতামতের জন্য যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া গেছে।

(এমআরপি/পিএস/জুলাই ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test