E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মুক্তিযোদ্ধাদের মাঝে সাড়ে ১০ কোটি টাকা সম্মানীভাতা বিতরণ

২০১৪ মে ২০ ১৮:১৩:৫৯
নওগাঁয় মুক্তিযোদ্ধাদের মাঝে সাড়ে ১০ কোটি টাকা সম্মানীভাতা বিতরণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ১১টি উপজেলায় চলতি ২০১৩-১৪ অর্থ বছরে মোট ২ হাজার ৮শ’ ১৯ জন মুক্তিযোদ্ধার মাঝে ১০ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকা সম্মানীভাতা হিসেবে বিতরণ করা হয়েছে। এই সম্মানীভাতা প্রদানের ফলে মুক্তিযোদ্ধাদের পরিবার আর্থিক সচ্ছলতা এবং ব্যক্তিগত পর্যায়ে মর্যাদা বৃদ্ধি হয়েছে বলে তারা মনে করছেন।

সরকারের সমাজসেবা অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তরের নওগাঁর উপ-পরিচালক মো. আব্দুল মান্নান জানান, মুক্তিযোদ্ধারা দেশের গৌরব, সবচেয়ে সম্মানী ব্যক্তি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। তাদেরকে সম্মানীত করাই গোটা জাতি আজ গর্ববোধ করছেন। উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মানী ভাতা বিতরণের পরিমাণ হলো, নওগাঁ সদর উপজেলায় ৮শ’ ৭৮ জনের মধ্যে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকা, মান্দা উপজেলায় ২শ’ ৬২ জনের মধ্যে ৯৪ লাখ ৩২ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ২শ’ ২৬ জনের মধ্যে ৮১ লাখ ৩৬ হাজার টাকা, বদলগাছি উপজেলায় ৪শ’ ৩৪ জনের মাঝে ১ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলায় ১শ’ ১ জনের মধ্যে ৩৬ লাখ ৩৬ হাজার টাকা, পত্নীতলা উপজেলায় ১শ’ ৪৮ জনের মধ্যে ৫৩ লাখ ২৮ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ১শ’ ৯৩ জনের মধ্যে ৬৯ লাখ ৪৮ হাজার টাকা, সাপাহার উপজেলায় ১শ’ ৭ জনের মধ্যে ৩৮ লাখ ৫২ হাজার টাকা, পোরশা উপজেলায় ৩৫ জনের মধ্যে ১২ লাখ ৬০ হাজার টাকা, আত্রাই উপজেলায় ২শ’ ১৭ জনের মধ্যে ৭৮ লাখ ১২ হাজার টাকা এবং রাণীনগর উপজেলায় ২শ’ ৯৮ জনের মধ্যে ১ কোটি ৭ লাখ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলার সাবেক কমান্ডার মো. হারুন অল রশীদ জানান,বর্তমানে মুক্তিযোদ্ধাদের সম্মানী বৃদ্ধি করে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথভাবে সম্মানীত করা হয়েছে। তাদের পরিবারে অনেকটা আর্থিক সচ্ছলতা এসেছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ গুরুত্ব দেয়ায় আমরা কৃতজ্ঞ। বর্তমানে সমাজে মুক্তিযোদ্ধাদের মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি তারা আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন বলে জানান তিনি।
(বিএম/এএস/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test