E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলাবদ্ধতায় মদন পৌরবাসী

২০১৫ জুলাই ১৬ ১৬:০৪:২৯
জলাবদ্ধতায় মদন পৌরবাসী

মদন (নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার মদন পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।

মদন পৌরসভাটি ২০০০ইং সালে স্থাপিত হলেও পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে ড্রেন নির্মাণ ও ময়লা পরিস্কার না করায় সামান্য বৃষ্টিতে শহরের নতুন বাজার, কেন্দুয়া রোডসহ ৭নং ও ৬নং ওয়ার্ডের অধিকাংশই আবাসিক এলাকার বাসিন্দারা পানি বন্দী হয়ে পড়েছে।

এ নিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় আসন্ন ঈদের কেনা কাটায় এলাকাবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষকরে প্রয়োজনীয় ডাষ্টবিন না থাকায় যত্রতত্র ময়লা আবজর্না পানিতে ভেসে দোকানপাটসহ বাসা বাড়িতে ডুকে পরিবেশ দুষিত হচ্ছে। এই অবস্থা সৃষ্টি হওয়ায় আসন্ন ঈদের কেনা কাটায় পৌরবাসীসহ উপজেলার সকল ঈদমূখী মানুষকে দারুন কষ্ট করতে হচ্ছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

এ ব্যাপারে পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ সম্ভব হচ্ছে না। তবে সরকারী হালটগুলো এক শ্রেণীর অসাধু লোক দখল করে অপরিকল্পিতভাবে ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানের জন্য জাইকা প্রকল্পের অর্ন্তভূক্ত করার জন্য প্রচেষ্টা চলছে।


(এএমএ/এসসি/জুলাই১৬,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test