E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দক্ষিণাঞ্চলের লক্ষাধিক পরিবারে কাল ঈদ

২০১৫ জুলাই ১৬ ১৭:১২:৪৮
দক্ষিণাঞ্চলের লক্ষাধিক পরিবারে কাল ঈদ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী বরিশাল ও পটুয়াখালী জেলার লক্ষাধিক পরিবার কাল শুক্রবার ঈদ-উল-ফিতর উদ্যাপন করবেন। ইতোমধ্যে তাদের ঈদ উদ্যাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, ওলানকাঠীর সরোয়ার খলিফার বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারীর বাড়ির জামে মসজিদ, আগৈলঝাড়ার চাঁত্রিশিরা গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ঈদ জামায়াতের। এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, নগরীর সাগরদী এলাকার দাসকাঠী, টিয়াখালীর চৌধুরী বাড়ি এলাকার সহস্রাধীক পরিবার আজ ঈদ-উল ফিতর উদযাপন করার প্রস্ততি নিয়েছেন।

খানপুরার জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী জানান, সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যে কোথাও আজ শুক্রবার ঈদ উদ্যাপন হলে তারাও ঈদ উদ্যাপন করবেন। এসব পরিবারের সদস্যরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ পালন করেন। যুগ-যুগ ধরে তাদের পূর্ব পুরুষেরাও এ নিয়মেই পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদুল আযহা পালন করে এসেছেন।



(টিবি/এসসি/জুলাই১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test