E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে দু’শিশুকে নির্যাতন দু’কর্মকর্তাকে শোকজ

২০১৫ জুলাই ১৬ ১৭:১৯:৪৯
বরিশালে দু’শিশুকে নির্যাতন দু’কর্মকর্তাকে শোকজ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):নগরীর সরকারি শিশু সদন বালিকা (উত্তর) এর দুই অনাথ শিশুকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে সাময়িক বরখাস্তের পর এবার দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার ঘটনাস্থল পরিদর্শন শেষে শোকজ করেছেন।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বুধবার রাতে সাংবাদিকদের জানান, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার সন্ধ্যায় সরকারি শিশু সদনের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ব্রিফিংকালে শোকজের কথা জানিয়েছেন।

এরআগে ওইদিন সকালে প্রতিষ্ঠানের কম্পাউন্ডার ও নির্যাতনের দায়ে অভিযুক্ত মো. দুলাল মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। জেলা প্রশাসক বলেন, দুই অনাথ শিশুকে মারধরকারী কম্পাউন্ডার দুলাল মিয়াকে বরখাস্ত করার পর আর কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি, এ বিষয়ে জানতে চেয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনোজ কুমার ঘরামী ও সরকারি শিশু সদনের উপ-তত্ত্বাবধায়ক ইসমত আর খানমকে শোকজ করা হয়। তিনি আরও বলেন, এরআগে সমাজসেবা মন্ত্রণালয় থেকে বিষয়টির সুষ্ঠু তদন্ত চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সূত্রমতে, মায়ের সাথে যেতে চাওয়ায় শনিবার সকাল ১০টায় তৃতীয় শ্রেণীর দুই ছাত্রী ডালিয়া ও আঁখিকে নির্মমভাবে নির্যাতন করে সদনের কম্পাউন্ডার দুলাল মিয়া। পরেরদিন অজ্ঞাতনামা ব্যক্তি নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ করার পর ব্যাপক তোলপাড় শুরু হয়।

(টিবি/এসসি/জুলাই১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test