E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

২০১৫ জুলাই ১৬ ২০:৪৩:২১
তাড়াশে অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আত্মমানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে মানবসেবায় ব্রতী হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের কতিপয় কলেজ শিক্ষার্থীরা।

দীর্ঘ ৫ বছর ধরে অসহায় গরীব দুঃখী মানুষের জন্য ঈদ উপলক্ষে লাচ্ছি, সেমাই, চিনি, তেল, লবণসহ প্রয়োজনীয় সামগ্রী ২ ঈদে দেওয়া হয়। মুষ্টিমেয় কয়েক বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যারা ঈদে ভাল মন্দ খেতে পায়না তাদের জন্য কিছু করা যায় কিনা। ঠিক যেই কথা সেই কাজ।

১৫ সদস্য বিশিষ্ঠ জি ফিফটিন গ্রুপ নামের সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রথম বছর কয়েক জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তী বছর থেকে তা বাড়তে থাকে। সেই থেকে প্রতি বছর ধাপতেতুলিয়া গ্রামের ছাত্র, যুবক থেকে শুরু করে সরকারি চাকুরীজীবীরাও এতে অংশ নেন।

বৃহস্পতিবার ধাপতেতুলিয়া বাজারে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের ৫০টি পরিবারের মধ্যে ঈদের লাচ্ছি, সেমাই, চিনি, তেল, মসলা, নারকেল, গুড়া দুধ, কিসমিস ও অন্যান্য দ্রব্য সম্বলিত একটি প্যাকেট বিতরণ করা হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার, আ’লীগ নেতা আব্দুল মোমিন, চান আলী, জি-১৫ গ্রুপের সভাপতি আব্দুর রহিম পাশান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, আব্দুল ওহাব, ফারুক আহম্মেদ, পারভেজ আহম্মেদ, রফিকুল ইসলাম, শিহাব উদ্দিন, সেলিম রেজা, মিলন হোসেনসহ সংগঠনের সকল সদস্য।

(এমএমএইচ/পিএস/জুলাই ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test